জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কেয়া বাত! নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন রাহুল-মানালি, জি বাংলায় আসছে চোখ ধাঁধানো নতুন সিরিয়াল

টেলিভিশন (Television) পর্দায় একের পর এক নতুন ধারাবাহিকের আগমন। কাকে ছেড়ে কাকে দেখা হবে? প্রত্যেকটি ধারাবাহিক নিজেদের মতো করে অভিনব। ধারাবাহিকগুলি একে অপরকে রীতিমতো টেক্কা দিচ্ছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। টেলিভিশন পর্দার একগুচ্ছ নতুন ধারাবাহিকের মধ্যে এবার আসন্ন আরও একটি নতুন ধারাবাহিকের খবর সামনে এলো। এই ধারাবাহিকে জুটিতে অভিনেত্রী মানালি দে (Manali Dey) ও অভিনেতা রাহুল মজুমদার (Rahul Mazumder)।

নতুন ধারাবাহিকে জুটিতে রাহুল-মানালি!

টেলিভিশন পর্দার নতুন ধারাবাহিকগুলির প্রায় অধিকাংশতেই দেখা যাচ্ছে পুরনো অভিনেতা ও অভিনেত্রীরা কামব্যাক করছেন। ঝাঁ চকচকে নয়া চরিত্রের হাত ধরে টেলিভিশনের খ্যাতনামা নায়ক-নায়িকারা পুনরায় সিরিয়াল প্রিয় দর্শকদের মন জয় করে নিচ্ছেন। ‌জি বাংলা ও স্টার জলসায় এই
ট্রেন্ড দেখাই যাচ্ছে। ‌

আবার অনেক সিরিয়ালে দেখা যাচ্ছে নবাগতা অভিনেতা ও অভিনেত্রীরা ‌ফাটাফাটি অভিনয় করে তাক লাগাচ্ছেন। ‌একটি সিরিয়াল করেই নাম করে যাচ্ছেন। সব মিলিয়ে টেলিভিশন পর্দায় একটা প্রচ্ছন্ন প্রতিযোগিতা চলছে। ‌আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে, অভিনেত্রী মানালি দে আবার ফিরছেন নতুন সিরিয়ালের হাত ধরে। ‌

এর আগে অভিনেত্রী মানালি দে টেলিভিশনের বহু সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। মানালিকে শেষবারের জন্য দেখা গিয়েছিল‌ জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে। যেখানে অন্যান্য অভিনেত্রীদের সঙ্গে প্রধান চরিত্র শিমুলের ভূমিকায় অভিনয় করেছিলেন মানালি। বেশ অনেকদিন হলো এই ধারাবাহিক শেষ হয়েছে। ‌

অন্যদিকে, অভিনেতা রাহুল মজুমদার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘হরগৌরি পাইস হোটেল’-এ অভিনয় করছিলেন। যদিও তিনি মাঝপথে ছেড়ে দিয়েছেন ধারাবাহিক। পুনরায় নতুন চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা। এবার তিনি জুটি বাঁধবেন মানালির সঙ্গে। জি বাংলায় আসছে একনতুন সিরিয়াল।‌ যেখানে একসঙ্গে দেখা যাবে মানালি ও রাহুলকে। আর এই খবরে ‌উৎসাহিত দুই পক্ষের অনুরাগীরা।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page