জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জবর খবর! ছোট পর্দায় ফিরছেন টেলি কুইন পল্লবী শর্মা! মা হয়েও প্রেমে পড়বে পল্লবী, কিন্তু কার? নায়ক চরিত্রে বিরাট চমক!

জি বাংলার (Zee Bangla) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) শেষ হয়েছে প্রায় তিন মাস হতে চলেছে, কিন্তু দর্শকদের মন জুড়ে এখনও দত্ত বাড়ি আর সেখানকার বাসিন্দারা রাজ করছে। ধারাবাহিক শেষ হওয়ার পরপরই খবর মিলেছিল যে ‘পল্লবী শর্মা’ (Pallavi Sharma) নাকি এবার স্টার জলসায় কামব্যাক (Comeback) করবেন, প্রতীক দাসের বিপরীতে। কিন্তু এরপর জি এর দোল উৎসবে দেখা গিয়েছিল তাঁকে, আর এই থেকেই জোর জল্পনা শুরু হয় যে পল্লবী এবার জি তেই আসছেন!

এবার জি বাংলার দর্শকদের জন্য আসতে চলেছে এক নতুন প্রেমের গল্প, যেটা একেবারে গতানুগতিক ধারাবাহিকের থেকে আলাদা। এবার পর্দায় আসছে এমন এক সম্পর্কের গল্প, যেখানে সমাজের প্রচলিত ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রেমে পড়ে এক যুবক আর এক প্রাপ্তবয়স্কা নারী। গল্পে থাকছে অসমবয়সী প্রেমের গভীর টানাপোড়েন, সামাজিক বাধা, পারিবারিক দ্বন্দ্ব। এই নতুন ধারাবাহিক দর্শকের মন ছুঁয়ে যাবে বলেই আশা করা যাচ্ছে।

Actress Pallavi Sharma, Neem Phooler Madhu, Jagaddhatri, Parineeta, Mahamilaner dol, Zee Bangla, Holi Celebration, New Serial, অভিনেত্রী পল্লবী শর্মা, নিম ফুলের মধু, জগদ্ধাত্রী, পরিণীতা, মহামিলনের দোল, জি বাংলা, দোল উদযাপন, নতুন সিরিয়াল

আর এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে বহুদিন পরে পর্দায় ফেরা অভিনেত্রী পল্লবী শর্মাকে। ‘নিম ফুলের মধু’-তে তাঁর অভিনয় যেমন দর্শকের মনে দাগ কেটেছিল, তেমনই এই নতুন গল্পে আরও পরিণত এক নারীর ভূমিকায় তাঁকে দেখতে পেয়ে দর্শক নতুন করে মুগ্ধ হবেন বলে মনে করা যায়। তাঁর চরিত্রটি শুধু যে বয়সে বড় তাই নয়, তাঁর একটি সন্তানও রয়েছে! এই চরিত্রের মনে দ্বিধা,দ্বন্দ্ব আর সংসারের দায়িত্ব।

তবুও ভালোবাসা নতুন করে ধরা দেবে তাঁর জীবনে, এবং সেটাই হবে ধারাবাহিকের গল্প। অন্যদিকে, পল্লবীর বিপরীতে থাকছেন ‘অর্কপ্রভ রায়’ (Arkaprovo Roy) , যিনি স্টার জলসার একাধিক জনপ্রিয় ধারাবাহিক, যেমন ‘তোমাদের রানী’র দূর্জয় এবং ‘দুই শালিখ’ (Dui Shaikh) -এ দেবার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। এবার সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে তাঁকে দেখা যাবে। এক তরুণ, যে নিজের চেয়ে ১৮ বছরের বড় এক নারীর প্রেমে পড়ে।

আর এই চরিত্রের আবেগ, দ্বিধা আর সাহসকে তিনি কিভাবে পর্দায় ফুটিয়ে তোলেন, তা দেখার জন্য দর্শক ইতিমধ্যেই কৌতূহলী। এই অসমবয়সী প্রেমের গল্প শুধু একটি সম্পর্কের নয়, বরং এটি সমাজের বহু প্রচলিত কুসংস্কার, গুজব, ঠাট্টাকে সামনে এনে প্রেমের প্রকৃত মানে বোঝাবে। ভালোবাসা কি বয়স দেখে আসে? এমন বহু প্রশ্ন নিয়ে তৈরি হবে এই ধারাবাহিকের কাহিনি, যেখানে ভালোবাসা শেষ পর্যন্ত সকল প্রতিকূলতাকে হার মানাবে।

ধারাবাহিকটির নাম এখনো চূড়ান্তভাবে ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, এটি হিন্দি সিরিয়াল ‘আপকে আ জানে সে’-র রিমেক হতে চলেছে। জি বাংলার এই নতুন প্রয়াসে পল্লবী শর্মা ও অর্কপ্রভ রায়ের জুটি কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়। শীঘ্রই সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করা হবে, আপাতত প্রস্তুতি চলছে জোর কদমে। নতুন জুটির জন্য রইল অনেক শুভেচ্ছা। আপনাদের কি মতামত এই জুটি নিয়ে? জানতে ভুলবেন না।

Piya Chanda