বাংলার টেলিভিশন (Television) জগতে পিয়ালী শাসমল (Piyali Sasmal) এখন পরিচিত নাম। তিনি বর্তমানে জি বাংলার (Zee Bangla)জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’তে (Phulki) উকিল ধানুর চরিত্রে অভিনয় করছেন। তবে তার যাত্রাপথ কখনোই সহজ ছিল না। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও অভিনয়ের সুযোগ পাওয়া এবং দর্শকদের মনে জায়গা করে নেওয়া ছিল তার দীর্ঘ লড়াইয়ের ফল। সাঁঝের বাতি, গাঁটছড়া, সাহেবের চিঠি, তুমি যে আমার মা ও খেলনা বাড়ি-র মতো ধারাবাহিকে অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।
পরিবার নিয়ে বিস্ফোরক পিয়ালী
মালদায় ছোটবেলা কাটিয়ে পড়াশোনার জন্য পিয়ালী কলকাতায় আসেন। অভিনয়ের ইচ্ছা তার তেমন ছিল না, বরং তার মা তাকে এই পথে এগিয়ে দেন। যদিও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে তিনি তেমন সমর্থন পাননি, কিন্তু তার মা সবসময় পাশে ছিলেন। জীবনের প্রথম দিকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। মা ও মেয়ের সম্পর্কের এই ভরসা এবং শক্তিই তাকে আজকের সাফল্যের পথে এগিয়ে দিয়েছে।
কলকাতায় এসে পড়াশোনার জন্য বাগুইহাটির এক পিসির বাড়িতে থাকছিলেন পিয়ালী। কিন্তু দুই দিনের মধ্যেই তাকে শুনতে হয়, বয়স হয়েছে, তাই পড়াশোনার আর দরকার নেই। পরিবারের আপত্তিতে বাধ্য হয়ে তিনি ও তার মা সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন। রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে বড় বাঁক ছিল। সেখান থেকে নতুন করে জীবন শুরু করতে হয়েছিল।
অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও পিয়ালী হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে গিয়েছেন। অভিনয়ের জগতে প্রবেশ করাও সহজ ছিল না। তার মা শুধু তার পাশে ছিলেন, কিন্তু পরিবারের বাকি সদস্যদের অসহযোগিতা তাকে বারবার কষ্ট দিয়েছে। এমনকি অভিনয়ের জন্য তার মা’কে পরিবারের কাছ থেকে মার খেতে হয়েছে। তবুও পিয়ালির দৃঢ় মনোবল তাকে লক্ষ্য পূরণের পথে ধরে রেখেছে।
আরও পড়ুন: জনতা পার্টির মুখপাত্র হিসেবে মঞ্চে উঠতে না উঠতেই লাবুর উপর গু’লি বর্ষণ, ফুলকির অভিযোগে বাড়ছে উত্তেজনা
আজ পিয়ালী শাসমল সফল। তার সংগ্রামের গল্প বহু তরুণ-তরুণীর অনুপ্রেরণা। কঠিন সময় পেরিয়ে তিনি এখন জি বাংলার ‘ফুলকি’র মতো ধারাবাহিকে নিজের জায়গা তৈরি করেছেন। তার মা’র অবিরাম সমর্থন ও নিজের ইচ্ছাশক্তির জোরে তিনি দেখিয়েছেন, কঠোর পরিশ্রম আর সাহসের সঙ্গে জীবনযুদ্ধ জেতা সম্ভব।