জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Roshni Bhattacharya: প্রেমের কাহিনীর পিয়া বা গোধূলি আলাপের রোহিণী! মুখ্য চরিত্র বা খলনায়িকা দুইতেই দশে দশ রোশনি ভট্টাচার্য

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন রোশনি ভট্টাচার্য। এই মুহূর্তে তিনি রোহিণী চরিত্রটি ফুটিয়ে তুলতে ব্যস্ত। খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন এই ধারাবাহিকে। অবশ্য এর আগে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে জগদম্বার চরিত্রে অভিনয় করলেন তিনি। এই চরিত্রের জন্যই জনগণের কাছে বিপুল প্রশংসা পেয়েছিলেন রোশনি।

ইন্ডাস্ট্রিতে এসে খুব কম সময়ের মধ্যেই সাফল্য দেখেছেন এই নায়িকা। খুব বেশি ধারাবাহিককে অভিনয় না করলেও যে কটি চরিত্রে অভিনয় করেছেন সেই কটি চরিত্রেই প্রশংসা কুড়িয়ে নিয়েছেন দর্শকদের থেকে। এই মুহূর্তে গোধূলি আলাপে নায়িকাকে দেখলে দর্শক রেগে যায় বটে তবে খলনায়িকার চরিত্র করতে একটুও আপত্তি নেই রোশনি ভট্টাচার্যর।

1230200 h af2c01254000

আবার মূর্খ চরিত্রেও অভিনয় করেছেন আজকের রোহিণী রোশনি ভট্টাচার্য। প্রেমের কাহিনী ধারাবাহিকের মধ্যে দিয়ে জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছিলেন তিনি।

২০০৭ সালে স্টার জলসাতে সম্প্রচারিত হতো প্রেমের কাহিনী। ইয়ং জেনারেশনের কাছে এই ধারাবাহিকটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এর মাধ্যমিক অভিনয় জগতে পা রেখেছিলেন এই অভিনেত্রী। তাঁর বিপরীতে তখন সুপারহিট নায়ক ইন্দ্রাশিস রায়। রাজ আর পিয়ার জুটি বেশি সফলভাবে দর্শকদের আকৃষ্ট করেছিল।

তারপর কালার্স বাংলায় আলোয় ভুবন ভরা ধারাবাহিকে উদয় প্রতাপ সিংহের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন এই নায়িকা। আক্রান্ত মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রোশনি।

তারপর আর মুখ্য চরিত্র করতে দেখা গেল না তাঁকে। তবে চরিত্র পজিটিভ হোক কিংবা নেগেটিভ সমানভাবে তা ফুটিয়ে তুলতে সক্ষম এই অভিনেত্রী।

Nira

                 

You cannot copy content of this page