জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জগদ্ধাত্রী হয়ে তিনি নজর কেড়েছিলেন সবার, অবশেষে পথ চলার শেষ হচ্ছে অঙ্কিতার! নতুন নায়িকা মন জিততে পারবেন?

মিঠাই পরবর্তী জি বাংলার হয়ে টিআরপি তালিকায় লড়াই জারি রেখেছিল জগদ্ধাত্রী(Jagaddhatri)। অত্যন্ত অল্প সময়ে অ্যাকশনধর্মী এই ধারাবাহিক বাঙালি দর্শকদের মন জিতে নেয়। এই ধারাবাহিকে জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করছিলেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক(Ankita Mallick)। আর নায়ক স্বয়ম্ভু’র চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)। এই দুজনেই টেলিভিশন দুনিয়ার একদম নতুন মুখ। তবে নতুন মুখ হলে কি হবে? অল্প সময়েই মন জিতে নিয়েছেন দুজনেই।

এই ধারাবাহিক আর পাঁচটা ধারাবাহিকের থেকে একটু ভিন্ন তো অবশ্যই। এই ধারাবাহিকে তথাকথিত পরকীয়া, নায়িকার প্যানপ্যানে কান্না দেখানো হয়নি। এখানে এক ঘরোয়া মেয়ের পাশাপাশি তীব্র প্রতিবাদী, দাপুটে, কড়া এক ক্রাইম ব্রাঞ্চ অফিসার জগদ্ধাত্রীকে দেখেছেন দর্শকরা। সে পরিচিত জ্যাস নামে। অপরাধীদের যে কোন‌ও মূল্যে শাস্তি দিতে বদ্ধপরিকর সে‌। আর এই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। জানা যায়, ২০০১ সালের ২৮শে মে বাংলাদেশের জন্মগ্রহণ করেন অঙ্কিতা। বর্তমানে কলকাতার যাদবপুরে থাকে তিনি। সেইসঙ্গে আশুতোষ কলেজ থেকে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন।

ankita mallick

এর আগে অন্যান্য ধারাবাহিকে ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও জগদ্ধাত্রী ধারাবাহিকের হাত ধরেই মূল নায়িকা চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা। আমি এবার শোনা যাচ্ছে, জগদ্ধাত্রী ধারাবাহিকে অঙ্কিতার যাত্রা শেষ হচ্ছে। জানা গেছে এবার এই ধারাবাহিকের আগামী সমস্ত পর্বে দেখানো হবে মারা যাচ্ছে নায়িকা জগদ্ধাত্রী। আর বড় হয়ে উঠছে জ্যাসের মেয়ে দুর্গা। একা হাতেই মেয়েকে মানুষ করেছে জগদ্ধাত্রীর স্বামী স্বয়ম্ভু।
জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর মেয়ে দুর্গাও তাদের মতই ক্রাইম ব্রাঞ্চ অফিসার হবে। ‌ অর্থাৎ লিপ নিতে চলেছে এই ধারাবাহিক।

আর এই ধারাবাহিকেই দেখানো হবে মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে সে। অঙ্কিতা যখন প্রথমবার ধারাবাহিকে আসেন তখন তাকে দেখে অনেকেই ভানুমতীর খেল ধারাবাহিকের নায়িকা শ্রেয়সী রায়ের সঙ্গে তার মুখ গুলিয়ে ফেলেছিলেন। আর এবার অঙ্কিতাকে সরিয়ে সেই শ্রেয়সীই হতে চলেছেন জগদ্ধাত্রী ধারাবাহিকের মূল নায়িকা বলে গুঞ্জন।

sreyasri roy

Piya Chanda