জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai) -এর পর দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। বড় পর্দা ও ওয়েব সিরিজের জগতকে মাতিয়ে রাখলেও ছোট পর্দায় দেখা মেলেনি বহুদিন। ভক্তরা বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন তাঁর নতুন ধারাবাহিকের জন্য। অবশেষে এল সেই বড় আপডেট!
জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai) টানা টিআরপি (TRP) -র শীর্ষে থাকার অন্যতম কারণ ছিল সৌমিতৃষার অসাধারণ অভিনয় এবং তাঁর ও ‘আদৃত রায়ে’র (Adrit Roy) অনস্ক্রিন কেমিস্ট্রি। ‘মিঠাই’ চরিত্রটি শুধু গল্পের মধ্যে আটকে থাকেনি, বরং দর্শকদের ঘরের মেয়ের মতো হয়ে উঠেছিল। ধারাবাহিক শেষ হলেও, এখনো দর্শকরা ‘মিঠাই’ ও সৌমিতৃষাকে ফিরে পাওয়ার অপেক্ষায়।

এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে আসছে তাঁর নতুন প্রোজেক্ট, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে! শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এক নতুন চরিত্রে ছোটপর্দায় ফিরছেন তিনি। আর এই চরিত্র একেবারেই অন্যরকম হতে চলেছে। টেলিপাড়ার সূত্র বলছে, সৌমিতৃষার নতুন ধারাবাহিকে তাঁর চরিত্র হবে আগের চেয়ে আরও শক্তিশালী ও রহস্যময়, এতদিন যে চরিত্রে দেখা গিয়েছে তাঁকে এটি তার সম্পূর্ণ বিপরীত।

এখানে তিনি একজন গোয়েন্দার ভূমিকায় থাকবেন, যার জীবন রহস্যে মোড়া একেবারে ভিন্ন স্বাদের। ধারাবাহিকের গল্প একেবারে নতুন ধাঁচের, যেখানে প্রতিটি পর্বেই থাকবে নতুন রহস্যের সমাধান। প্রোডাকশন হাউস থেকে যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ইন্ডাস্ট্রির কানাঘুষো বলছে, সৌমিতৃষার বিপরীতে থাকবেন এক জনপ্রিয় অভিনেতা, যিনি এর আগে তাঁর সঙ্গে কাজ করেননি।
আরও পড়ুনঃ রুদ্ররূপের চাল চালানো শুরু! বিচার শুরু হতেই নতুন নাটক, ফুলকি বুঝল রুদ্রর চাল! কিন্তু এবার কি তার শাস্তি আটকানো সম্ভব?
ফলে দর্শকদের জন্য এটি হবে একদম নতুন জুটির চমক। এদিকে, সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ট্রেন্ড করতে শুরু করেছে ‘সৌমিতৃষা ইজ ব্যাক’ হ্যাশট্যাগ। ভক্তরা অপেক্ষায় আছেন কবে প্রোমো প্রকাশ পাবে। তবে সত্যি বলতে, এতক্ষণ ধরে যা পড়লেন, সবটাই একটি মজার এপ্রিল ফুল প্র্যাঙ্ক! সৌমিতৃষার কামব্যাকের খবর আপাতত গুজব মাত্র! রাগ করবেন না যেন, আপনাকে শুভ এপ্রিল ফুল!