জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রুদ্ররূপের চাল চালানো শুরু! বিচার শুরু হতেই নতুন নাটক, ফুলকি বুঝল রুদ্রর চাল! কিন্তু এবার কি তার শাস্তি আটকানো সম্ভব?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki) বরাবরের মতো আবারও নতুন চমক নিয়ে হাজির হয়েছে। ফুলকির (Devyani Mondal) একের পর এক লড়াই ও চক্রান্তের জাল ছিন্ন করার গল্প দর্শকদের মুগ্ধ করে রেখেছে। কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল। রুদ্ররূপ (Rudrarup) সত্যিই কি তার কুকীর্তির শাস্তি পেতে চলেছে, নাকি আবারও কোনো চাল চালবে সে?

জি বাংলার প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, আদালতে বসেছে বিচারসভা। রুদ্রর শাস্তি নির্ধারণের জন্য সাক্ষ্য দিতে উঠেছে লাবণ্য। আদালতে সবাই তাকিয়ে আছে তার দিকে। বিচারক তাকে সোজা প্রশ্ন করেন—”রুদ্ররূপের আসল পরিচয় কী?” অন্যদিকে, কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্ররূপ মনে মনে কিছু একটা হিসাব কষছে। ফুলকি বুঝতে পারে, সে নিশ্চয়ই এবারও কোনো নাটক করবে!

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

ঠিক তেমনটাই হয়। লাবণ্য মুখ খুলতেই, আচমকা রুদ্ররূপ বিকট চিৎকার করে ওঠে! পেটে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। মুহূর্তের মধ্যে আদালত জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সবাই হতবাক! লাবণ্যও থমকে যায়। তাহলে কি সত্যিই রুদ্ররূপ গুরুতর অসুস্থ, নাকি এটা তার নতুন কোনো ষড়যন্ত্র? ফুলকি এক ঝলকে বুঝে যায়, রুদ্রর নতুন চাল!

কিন্তু এবার কি সে সফল হবে? নাকি এই নাটক করেও শেষরক্ষা হবে না তার? সত্যিই কি সে অসুস্থ, নাকি কেবলমাত্র লাবণ্যর মুখ বন্ধ রাখার জন্য এই চাল? এই রুদ্ধশ্বাস মুহূর্তের পর কী হবে? রুদ্ররূপ কি আবারও বেঁচে যাবে, নাকি তার শাস্তি নিশ্চিত? জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়, আজ সন্ধ্যা ৭:৩০-এ ফুলকি-র নতুন পর্বে!

Piya Chanda