জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মনে হয়েছিল যেন নতুন করে জীবন শুরু করলাম”, দীর্ঘ ১৬ বছর পর পর্দায় ফিরলেন কৌশিক ঘরণী রেশমি সেন!

টেলিভিশনের পরিচিত মুখ ‘রেশমি সেন’ (Reshmi Sen) আবারও পর্দায় ফিরলেন দীর্ঘ ১৬ বছর পর। একসময় থিয়েটার থেকে ছোটপর্দা, সবখানেই নিজের অভিনয় দক্ষতায় নজর কেড়েছিলেন তিনি। তবে ‘কৌশিক সেনে’র (Kaushik Sen) সাথে বিবাহের পর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, সংসারের দায়িত্ব আর মাতৃত্বের কারণে ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন।

অনেক দিন ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগই পাননি, এমনকি ভাবতেও শুরু করেছিলেন যে হয়তো আর ফেরা হবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার জীবনের এই দীর্ঘ বিরতির কথা শেয়ার করেন। রেশমি জানান, অভিনয় সবসময়ই তার রক্তে ছিল, কিন্তু বাস্তব জীবনের চাপে সেটা ছেড়ে দিতে হয়েছিল।

মাঝে মাঝে মনে হতো, ইন্ডাস্ট্রির দুনিয়ায় তার জায়গা হয়তো কেউ নিয়ে নিয়েছে, কিংবা তাকে কেউ আর মনে রাখেনি। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা মানসিকভাবে কতটা কঠিন ছিল, সেটাও অকপটে স্বীকার করেছেন তিনি। তবে ভাগ্য তাকে আবারও সুযোগ এনে দিল।

এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘ভিডিও বৌমা’ এবং ‘দুই শালিক’-এ অভিনয় করছেন রেশমি। বহু বছর পর ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা কেমন ছিল? তিনি বলেন, “মনে হয়েছিল যেন নতুন করে জীবন শুরু করলাম। ভয়ও ছিল— দর্শকরা আমাকে গ্রহণ করবেন তো?”

আরও পড়ুনঃ পারুল-রায়ান নয়, গোপাল- রুক্মিণীর জুটি বেশি পছন্দের অনামিকার! “রায়ানের সিন্ এলে বউ স্কিপ করে দেয়!” অকপট উদয়!

তবে সেই ভয় কেটে গিয়েছে, কারণ দর্শকদের ভালোবাসায় আবারও নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন রেশমি। তার মতে, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে ফিরে আসা কখনও অসম্ভব নয়। প্রমাণ করলেন তিনিও— স্বপ্ন থেকে দূরে সরে গেলেও, সঠিক সময়ে ফিরে আসা সম্ভব!

Piya Chanda