জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পারুল-রায়ান নয়, গোপাল- রুক্মিণীর জুটি বেশি পছন্দের অনামিকার! “রায়ানের সিন্ এলে বউ স্কিপ করে দেয়!” অকপট উদয়!

‘পরিণীতা’ (Parineeta), বাংলা টেলিভিশন জগতের আজকের দিনের অন্যতম জনপ্রিয় সিরিয়ালের মধ্যে একটি। বিগত, পারুল-রায়ানের গল্প দর্শকদের মনোরঞ্জন করার ফলে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে টিআর পি তালিকায় প্রথম স্থান দখল করে আসছে।

এক কথায় বলা যায়, এই পারুল-রায়ান ছাড়াও আরও একটি জুটি দর্শকদের বেশ নজর কেড়েছে। তা হল গোপাল-রাইয়ের জুটি। গোপাল-রাইয়ের সম্পর্কের রসায়নও যেনো নায়ক-নায়িকার ভাবে নিয়েছে।

তাই, ‘পরিণীতা’র চর্চিত এই দুটি জুটির একসঙ্গে দেওয়া প্রথম ইন্টারভিউতে দেখা গেছে অনবরত একে অপরের সঙ্গে খুনসুটি করে যাচ্ছে। প্রসঙ্গত, এই ধারাবাহিকের শুটিং চলাকালীন ক্যামেরার পিছনে নানান কর্মকাণ্ড দেখা যায় কলাকুশলীদের ভিডিওর মাধ্যমে। এমনকি, রায়ান বলে বিভিন্ন দুষ্টুমির জন্য সবথেকে সহজ লক্ষ্য তাঁদের কাছে রাই।

আর সেই ভিডিও এক নজরেই দেখতে বোঝা যায়, সেটের বাইরে তাঁরা যেনো হয়ে ওঠে ছোটো বাচ্চা। কখনো কেউ কারোর যায় জল ছুঁড়ে দিচ্ছে তো আবার কেউ মজা করে রিল বানাচ্ছে। বলাই বাহুল্য পরিণীতার কলাকুশলীদের দেওয়া সাক্ষাৎকারে পারুল এবং রায়ান প্রশংসায় পঞ্চমুখ রাই-গোপালের।

উদয় অর্থাৎ রায়ানের মতে, গোপাল এবং রাই যেনো এই ধারাবাহিকের অন্যতম শক্তিশালী খুঁটি। আবার, এদিকে কথায় কথায় পারুল রায়ানকে সাক্ষাতকারেই বলে, অনস্ক্রিনে ভাইয়ের থেকে দিদি অর্থাৎ তাঁর থেকে রাই অনেক বেশী বুদ্ধিমান। সবকিছুতেই সে গোপালের সঙ্গে ঝগড়া করে না।

অন্যদিকে, উদয় বলে “বাড়িতে যখন আমি টেলিকাস্ট দেখি তখন আমার সিন্ এলে বউ স্কিপ করে দেয়”। এর সাথে অভিনেতা আরো বলেন, তাঁর স্ত্রী রাই-গোপালের দৃশ্য দেখতে বেশি পছন্দ করে। পরিণীতা ধারাবাহিকের এই খোলামেলা আড্ডা নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page