বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। যা প্রায় দেড় বছর হল সম্প্রচারিত হচ্ছে টিভির পর্দায়। একটা সময় পরপর বহু সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে ছিল এই ধারাবাহিকটি। তবে সম্প্রতি এই ধারাবাহিকের টিআরপি পয়েন্ট অনেকটাই কমে গেছে। অনেকেই বলছেন যে ‘মিঠাই’ এর গল্প একই রকম থাকার কারণে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে ধারাবাহিকটির।
কিছুদিন ধরে বেশ জল্পনা উঠেছে যে টিআরপি কমার কারণে ‘মিঠাই’ বন্ধ হতে চলেছে। তার ফলে মিঠাই ধারাবাহিকের ভক্তদের কাছে একটি ভয়ের কারণ সৃষ্টি হয়েছে । যে এবার কি তবে তাদের প্রিয় সিরিয়াল বন্ধ হবে! তার কারণ সম্প্রতি দেখা গেছে বেশ কয়েকটি নতুন সিরিয়াল টিআরপি কম হওয়ার কারণে চ্যানেলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কি সেই তালিকায় আবার ‘মিঠাই’ও যুক্ত হতে চলেছে!
এই নিয়েই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু অর্থাৎ ‘মিঠাই’ ধারাবাহিকের মিঠাই সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুললেন। তিনি বললেন যে অনেকেই তাদের ব্যবসা বাড়ানোর জন্য পরিচিত অভিনেতা-অভিনেত্রীদের মুখ বসিয়ে ফেক নিউজ করে থাকেন। যেটা আমাদের দেখতে ভালো না লাগলেও দেখতে হয়। সেইভাবেই ‘মিঠাই’ বন্ধ হওয়ার কোন খবরই আমার কাছে নেই। এমন কিছু থাকলে দর্শক নিশ্চয়ই আগে জানতে পারতেন।
প্রসঙ্গত ‘মিঠাই’ ধারাবাহিকটি শুরুর পর থেকেই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে বেশ পছন্দ করেছে বাংলার দর্শক। ধারাবাহিকটি ছাড়াও মিঠাই এবং সিদ্ধার্থর ভক্ত সংখ্যা বেড়েছে অনেক। তাই সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে একাধিক চর্চা দেখতে পাওয়া যায়। মিঠাই বন্ধের খবরটি ছড়ানোর সাথে সাথেই অভিনেতা-অভিনেত্রীদের কাছেও ভক্তদের অনেক জিজ্ঞাসা ছিল এবার সেই সব কিছুর উত্তর দিলেন অভিনেত্রী।সব কিছুই জল্পনা বলে উড়িয়ে দিলেন এদিন মিঠাই।