জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘রেটিং কমতেই আবার নাটক শুরু করেছে’ শ্রীপর্ণার পরোক্ষ খোঁচায় ‘চিরদিনই তুমি যে আমার’এর রেটিং যুদ্ধের অভিযোগ! অভিনেত্রীর পোস্ট ঘিরে তীব্র বিতর্ক, তবে কি সত্যিই জিতু-দিতিপ্রিয়া সংঘাত সাজানো নাটক?

টলিপাড়ায় জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের দ্বন্দ্ব এখনও মেটেনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে সরে যাওয়ার কথাও উঠেছে। দুই অভিনেতা এই বিতণ্ডার কারণে মহিলা কমিশন এবং আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছেন বলে খবর।

এই ঘটনার প্রেক্ষিতে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। বর্তমানে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-তে। সমাজমাধ্যমে জিতু-দিতিপ্রিয়ার বিতর্ক নিয়ে শ্রীপর্ণা একটি পোস্ট শেয়ার করেছেন, যা ফ্যান গ্রুপেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

jeetu kamal ditipriya roy artist forum complaint shooting controversy

শ্রীপর্ণার পোস্টে লেখা হয়েছে, ‘একটা ধারাবাহিকের রেটিং বাড়ানোর জন্য আবার নাটক শুরু করেছে। প্রথমে সমাজমাধ্যমে স্ক্রিনশট দিয়ে বিষয় বাড়িয়ে দেওয়া হয়েছে। রেটিং কমতে শুরু করলে নতুন নাটক শুরু করেছে। কয়দিন আগে নায়কই ধারাবাহিক ছেড়ে দিল, এবার নায়িকাও ছাড়ছে। রেটিং বাড়াতে তারা কত কিছু করবে, মা ছাড়া লক্ষী সব দেখছে।’

এই পোস্ট শেয়ার করে শ্রীপর্ণা তুলে ধরেছেন যে স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’ ও জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ একে অপরের প্রতিপক্ষ। দুটি ধারাবাহিকই সন্ধে সাড়ে ছটায় সম্প্রচারিত হয়। এর আগে জিতুও ‘লক্ষ্মী ঝাঁপি’-কে কটাক্ষ করেছিলেন। এবার পাল্টা কটাক্ষে শ্রীপর্ণা জিতু-দিতিপ্রিয়াকে বিঁধলেন।

ধারাবাহিকের গল্পেও উত্তেজনা বাড়ছে। ‘লক্ষ্মী ঝাঁপি’-তে দেখানো হয়েছে কাঁসাই বাড়ি থেকে নিখোঁজ। ঝাঁপি ও নীলু ছদ্মবেশ ধারণ করে কাঁসাইকে খুঁজতে যায়। ঝাঁপি কাঁসাইকে একটি কাগজে লিখে বার্তা পাঠায়। কাঁসাই প্রথমে ভয় পায়, পরে ঝাঁপি চিনতে পারে। কিন্তু দীপের বাবা এসে দেখেন কাঁসাই জানালার কাছে দাঁড়িয়ে কারও সঙ্গে কথা বলছে। কাঁসাই ধরা পড়বে নাকি ঝাঁপি তাকে নিয়ে যেতে পারবে, উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।