দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী ‘স্বস্তিকা দত্ত’ (Swastika Dutta) । অভিনয় জীবনের শুরু স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ দিয়ে। এরপর একের পর এক ধারাবাহিকে নজর কাড়া অভিনয় দিয়ে সকলের প্রিয় অভিনেত্রী হতে উঠেছেন। খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেত্রী হিসেবে। ব্যাক্তিগত জীবন নিয়েও কাটাছেঁড়া কম হয়নি তাঁর। সেই সব নিয়ে অবশ্য মাথাব্যথা নেই অভিনেত্রীর। বরাবর মডেলিং এর অভিনয়কে প্রাধান্য দিয়ে এসেছেন ব্যাক্তিগত জীবনকে সরিয়ে রেখে।
শেষবার স্বস্তিকাকে ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে দেখা গিয়েছিল, এবং তাঁর অভিনয়ের জন্য দর্শক ব্যাপক প্রশংসা করেছিলেন। এরপর বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করলেও, ছোট পর্দায় দেখা মেলেনি তাঁর। এবার তিনি ফিরছেন নতুন এক ধারাবাহিকে একেবারে ভিন্ন স্বাদের চরিত্রে। জানা গেছে, স্বস্তিকা এই নতুন ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করবেন। নতুন ধারাবাহিকে স্বস্তিকার অভিনয় কেমন হবে, সেই নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা এবং আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে।
সূত্রের খবর, এই ধারাবাহিকটির প্রযোজনায় রয়েছে জি বাংলার নিজস্ব প্রোডাকশন এবং সুরিন্দর ফিল্মস। ধারাবাহিকটি একজন মহীয়সী নারীর জীবনী নিয়ে তৈরি, যিনি ইতিহাসের পাতায় এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। এই চরিত্রের মধ্য দিয়ে এক বিশেষ কাল্পনিক অথচ বাস্তব জীবনের প্রেক্ষাপটে আলো ফেলবে বলেই আশা। ধারাবাহিকটির অন্য চরিত্রগুলিও এখনও সম্পূর্ণভাবে নির্বাচিত হয়নি, তবে সুরেন্দ্র ফিল্মস এবং জি বাংলার যৌথ উদ্যোগে চরিত্র নির্বাচন নিয়ে আসা রয়েছে সকলের।
যে মহিয়সী নারীর জীবনী তুলে ধরা হবে, তার চরিত্রের গঠন ও দৃঢ়তার প্রয়োজনীয়তা অনেক বেশি। তবে এই ধারাবাহিকে আরও কিছু নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে। জুন মাসে এই ধারাবাহিকটি জি বাংলায় সম্প্রচারিত হবে। প্রসঙ্গ জি বাংলা ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে তাঁদের নতুন ঐতিহাসিক ধারাবাহিক ‘রানী ভবানী’র পোস্টার। আর অনুমান করা হচ্ছে যে স্বস্তিকাই হতে চলেছেন সেই বীরাঙ্গনা।
আরও পড়ুনঃ বাংলা ধারাবাহিকের রানী জগদ্ধাত্রী! নিজের স্থান হারালো পরিণীতা, আউট কথা, গীতা
টেলিভিশন পর্দায় আবারও স্বস্তিকা দত্তের অভিনয় এবং এই ধারাবাহিকের কাহিনি নিয়ে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সেই সাথে অপেক্ষা করতে হবে টিভির পর্দায় ইতিহাসের এই মহীয়সী নারীর জীবন দেখার। তবে, এটি শুধুমাত্র এক মহীয়সী নারীর জীবন কাহিনীই নয়, বরং তার সংগ্রাম, শক্তি, এবং সাহসিকতার গল্প। আপনাদের কি মতামত, স্বস্তিকা কি পারবে রানী রাসমণির পর ঐতিহাসিক চরিত্রে জি বাংলার পর্দায় নজির গড়তে?