Connect with us

    Bangla Serial

    উচ্ছে বাবুর সঙ্গে নিজের বিয়ে নিয়ে কথা বলল তোর্সা!শুনে মুখ রসগোল্লার মত হাঁ হয়ে গেল রচনা ব্যানার্জির

    Published

    on

    টলিউডের অন্যতম নায়িকা তন্বী লাহা রায় এ মুহূর্তে বিশ্বের জনপ্রিয় হয়ে উঠেছেন। বিখ্যাত ধারাবাহিক মিঠাইয়ে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি। আর এর মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন। এবার নায়িকা এলেন দিদি নাম্বার ওয়ানে। সেখানে এসেই জমিয়ে আড্ডা দিলেন সঞ্চালিকা রচনা ব্যানার্জির সঙ্গে। এক সেলিব্রিটি স্পেশাল পর্বে নায়িকা এবং মা সুদেষ্ণা লাহা উপস্থিত ছিলেন।

    দুজনেই নায়িকার ছোটবেলার কিছু গোপন কথা প্রকাশ করেছেন। আর সেটা জানতে পেরেই হেসে গড়িয়ে পড়েছেন রচনা ব্যানার্জীসহ উপস্থিত সকলেই।

    নায়িকা ছোটবেলা থেকেই নাকি খুব দুষ্টু এবং চঞ্চল প্রকৃতির। তবে এখনো নাকি তেমনি দুষ্টুমি করেন জানালেন নায়িকার মা।

    পর্দায় খলনায়িকার চরিত্র করতে করতে মাঝে মাঝেই বাড়িতেও নেগেটিভ চরিত্রের মানুষ হয়ে ওঠেন তিনি। আর নায়িকা রেগে গেলে মাঝে মাঝে মেঝেতে গড়াগড়ি খান আর তাই জন্য তাঁকে ওষুধ খাওয়াতে হয়। তবে এদিন এই মঞ্চ থেকে সিরিয়ালের তাঁর একটি ডায়লগে বলেছেন তন্বী।

    মেয়ে বড় হয়েছে বলে তাঁর বিয়ে নিয়ে খুব চিন্তায় রয়েছেন মা সুদেষ্ণা। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যে কোনো ভালো পরিবারে বিয়ে দিতে চান তিনি। তবে বিয়ে করতে খুব একটা ইচ্ছুক নন নায়িকা। তিনি বলছেন বিয়েটা যেন তার মাই করবেন। আপাতত নিজের কাজ নিয়ে এগিয়ে যেতে চান। এমনকি নিজেই এই চরিত্রের জন্য দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি।