এই মুহূর্তে তিনি বলিউডের এক নম্বর প্লেব্যাক সিংগার। বাংলার এই প্রতিভাবান গায়ক হলেন অরিজিৎ সিং। তবে এই বিশেষণগুলোতে তাঁর বাস্তব জীবনে কিছু যায় আসে না।
কারণ খুব সাদামাটা জীবন যাপন করেন তিনি। আজ নায়ক পা দিলেন ৩৫ বছরে। জন্মদিনে নায়কের জীবনের একটি বিশেষ বিষয় সম্পর্কে জেনে নিন।
ইংল্যান্ড থেকে আমেরিকা আবার অস্ট্রেলিয়ায় গোটা মে মাস গানের অনুষ্ঠান করবেন তিনি। অনেকেই জানতে চান যে এই অনুষ্ঠানগুলি করে কত পারিশ্রমিক আদায় করেন অরিজিৎ? জানলে চমকে উঠবেন। সিনেমার জন্যে এক একটি গানে ১৮-২০ লাখ টাকা নেন। আবার মাত্র ৪৫ মিনিটের স্টেজ শো করতে আরও বেশি নেন। তার জন্যে তিনি নেন ১.৫ কোটি।
গুরুকুল নামক এক রিয়্যালিটি শো থেকে পথ চলা শুরু। যদিও তাতে ষষ্ঠ হয়েছিলেন। কিন্তু তারপরে নিজের পরিশ্রমে এই জায়গায় আজ পৌঁছেছেন তিনি যে সেই সময়ে শোয়ে যাঁরা প্রথম না দ্বিতীয় হন তাঁরা যতটা না জনপ্রিয় তার চেয়ে বেশি আজ লোকের মুখে নাম মুর্শিদাবাদের অরিজিতের।