জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফুলঝুরিকে ফাঁকি দিয়ে লালনকে টুক করে বিয়ে করে নিল চড়ুই! নতুন জুটির নাম লাড়ুই, আশীর্বাদ করবেন তো?

স্টার জলসার ধারাবাহিকগুলিতে একের পর এক টুইস্ট আসছে। এবার ধুলোকণা ধারাবাহিকে দেখানো হতে যাচ্ছিল লালন আর ফুলঝুরির বিয়ে। কিন্তু যা ঘটল তাতে রেগে লাল দর্শকরা।

শেষমেষ সম্পন্ন হলো তাদের বিয়ে। কিন্তু লালন বিয়েটা করল কাকে? এবার ধূলোকণা সিরিয়ালে যা হতে চলেছে তা দেখে ভীষণ ক্ষিপ্ত সকলে‌।

প্রথমদিকে কিন্তু এই সিরিয়াল বেশ ভালো হতো কিন্তু যত দিন যেতে লাগল ততো লালনকে নিয়ে চড়ুই আর ফুলঝুরির টানাটানি শুরু হলো। লালন ফুলঝুরির বিয়ে হবে এই আশায় দর্শকরা ভালোমতো সিরিয়ালটি দেখেছিলেন। তখন টিআরপি রেটিংয়ে মিঠাইকে ছিটকে দিয়েছিল ধূলোকণা।

ভিডিও ক্রেডিট: Star Jalsha Hotstar

চড়ুইয়ের জীবনের একটাই লক্ষ্য ছিল লালনকে বিয়ে করা।অন্যদিকে ফুলঝুরি ন্যাকামো করে লালনের বাবার কথা শুনে লালনকে বিয়ে করতে রাজি নয়। তার ডায়লগ শুনে রেগে গেছে দর্শকরাও। কিন্তু লালন চড়ুইকে সিঁদুর পরাবে আর বিয়ে হয়ে যাবে লালন চড়ুইয়ের। এমনটাই দেখানো হবে আজকের পর্বে। কিন্তু এটা দেখে রেগে গেলো মানুষ।সকলেই বলছেন যে এরকম নোংরা চিন্তাভাবনার সিরিয়াল কেনো এগিয়ে গেলো।

Fuljhuri

Piya Chanda

                 

You cannot copy content of this page