‘এখানে আকাশ নীল’, ‘ইস্টি কুটুম’- এর সেই বিখ্যাত নায়ককে বাঙালি দর্শক ভোলেনি। ২০০৫ সালে ‘একদিন প্রতিদিন’ নামক ধারাবাহিকের জন্যে ডাক পেলেন প্রথম। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।
বর্তমানে কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘সোনা রোদের গান’- এর হাত ধরেই আবার মানুষের মন জয় করছেন ঋষি কৌশিক। শহরের ছেলের চরিত্রে অভিনয় করছেন তিনি যে আবার বিয়ে করেছে গ্রামের মেয়েকে। রিল এবং রিয়েল লাইফ তাঁর একেবারেই আলাদা। সম্প্রতি ‘দিদি নং ওয়ানের ‘ মঞ্চে সস্ত্রীক আসেন অভিনেতা।
বেশ মজার আড্ডা দেন তাঁর সঙ্গে সঞ্চালিকা রচনা ব্যানার্জি। নায়ক জানান যে সময় পেলেই তিনি চলে যান এদিক সেদিক ঘুরতে। আর সেসব জায়গায় গিয়ে সেখানকার মানুষের মতোই জীবন কাটান। তাই ব্যাংকক, পাটায়া ঘুরতে গিয়ে টিকটিকির স্যুপ থেকে শুরু করে সাপের মাংস খেয়েছেন তিনি।
নায়কের মুখে এইসব কথা শুনে একেবারে আকাশ থেকে পড়লেন রচনা। এখানেই শেষ নয় তাঁর নাকি অনেকদিন থেকেই ইচ্ছা বাড়িতে আফ্রিকান বল পাইথন পুষবেন। এই শুনে চোখ কপালে উঠেছে সব দর্শকদের। পৃথিবীর বিষধর প্রজাতির সাপেদের মধ্যে অন্যতম হলো এই আফ্রিকান বল পাইথন। সেই সাপকেই নাকি পোষ্য হিসেবে রাখতে চান ঋষি কৌশিক।