জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Modak Family Durgapujo: নতুন মা’কে নিয়ে সিড-রাতুলের পুজো মজা, মা দুর্গার সামনে এক ফ্রেমে মিঠাই নন্দা! জমে গেল মোদক পরিবারের দুর্গাপুজো

বাংলা টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক হলেও ‘মিঠাই’। যা একটা সময় টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে থাকলেও বর্তমানে তার টিআরপি পয়েন্ট খুবই কম। টিআরপি তালিকাতেও আস্তে আস্তে নিচের দিকেই যাচ্ছে ‘মিঠাই’। কিন্তু তবু এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয়তা দর্শকের কাছে কিছু কম নয়। ধারাবাহিকে মুখ্য চরিত্র অভিনেতা আদৃত রায় এবং সৌমিতৃষা কুন্ডু ছাড়াও যারা এই ধারাবাহিকে অভিনয় করছে প্রত্যেককেই দর্শক ভীষণ পছন্দ করে।

Adrit-Soumitrisha: সৌমীতৃষা আসলে আদৃতের পিসিমা হয়! সত্যিটা জেনে মন খারাপ  মিঠাই ভক্তদের

সেইভাবে এই কদিনের মধ্যে বেশ কিছু নতুন চরিত্রেরও আগমন হয়েছে এই ধারাবাহিকে। তারই মধ্যে একটি হলো সিদ্ধার্থের নতুন মা অর্থাৎ সমরেশ এর দ্বিতীয় বউ। এই ভূমিকায় অভিনয় করছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী। তাকে এর আগে বহু ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন দর্শক। তাই এবার তাকে মিঠাইতে অভিনয় করতে দেখেও বেশ পছন্দ করছে দর্শক।

সেখানেই মিঠাই, সিদ্ধার্থ, রাতুল ,শ্রী প্রত্যেকের সাথেই তার চরিত্রের রসায়ন বেশ সুন্দর। যা প্রথম থেকেই পছন্দ করেছে বাংলার দর্শক। এবার তাদের অফ ক্যামেরায় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে মিঠাই অনুরাগীরা প্রশংসা করেছেন। যেখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থ অর্থাৎ অদ্রিত রায় এবং রাতুল অর্থাৎ অভিনেতা উদয় প্রতাপ সিং আলাদা আলাদা করে দুর্গা প্রতিমার সামনে বিদিপ্তা চক্রবর্তী সঙ্গে ছবি তুলেছেন। আর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

আর তাই দেখেই নেটিজেনরা আপ্লুত। অনেকেই বলছেন যে সিদ্ধার্থ এবং রাতুল তাদের নতুন মায়ের সঙ্গে প্রথম দুর্গাপুজো কাটানোর সুন্দর মুহূর্ত দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার সাথে এর আগে দেখা গেছে যে বিদীপ্তা চক্রবর্তীকে বেশ পছন্দ করে সিরিয়ালের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও। তাই অভিনেত্রীর সঙ্গে অভিনেতাদের এত সুন্দর একটি সম্পর্ক ক্যামেরার পিছনেও যা দেখে মুগ্ধ নেটিজেনরা।

আবার পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসও বেশ কিছু ছবি দিয়েছেন মোদক পরিবারের দুর্গাপুজোর যেখানে সকলকে একসঙ্গে দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে দুর্গাপুজোর পর অন্তত এমন কিছু চমক আসবে ধারাবাহিকে যাতে মিঠাই আবার প্রথম স্থান পেতে পারে।

Nira

                 

You cannot copy content of this page