জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Uorfi Javed: নুড়ি পাথর, সেফটিপিন,সিম কার্ড সব হয়ে গেছে, এবার উর্ধাঙ্গ সম্পূর্ণ ঢেকে উরফি নিম্নাঙ্গে পড়লেন শুধুমাত্র হাত ঘড়ি! হাতঘড়ির ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে এসব কী… লজ্জায় চোখ ঢাকলো নেটিজেনরা

মাঝে মাঝে অভিনেতা অভিনেত্রীরা এমন কিছু কান্ড করে বসে যেগুলোর জন্য তারা অনেক কটাক্ষের শিকার হন। এমন কয়েকজন আছেন যারা লাগাত ার বিতর্কিত কাজকর্ম করতে থাকেন এবং পরবর্তীকালে তাদের নিয়ে মানুষের আর কোন আশা থাকে না কারণ মানুষ জানে যে এই তারকা যাই করবেন তাতে বিতর্কের শিকার হবেন।

এই যেমন একজন রয়েছেন উরফি জাভেদ। নিজের দমে সোশ্যাল মিডিয়াতে কুখ্যাত বা বিখ্যাত যাই বলুন না কেন। ধর্মপরিচয়ে মুসলিম কিন্তু কাজকর্ম যে আশা করেন তাতে তার মাথার উপর ফতোয়া জারি সব সময় হয়ে থাকে। কিভাবে সারাক্ষণ কম জামা কাপড় পড়ে নতুন নতুন ফ্যাশন সেন্স সৃষ্টি করা যায় এটা তার থেকে শেখা উচিত। সত্যি কথা বলতে তার মাথাতে আসেও এসব আইডিয়া। কিছু জিনিস খুবই ক্রিয়েটিভ হয় আবার কিছু জিনিস দেখলেই হাসি পায় কিন্তু উরফি এসব পাত্তা দেন না।

এতদিন মানুষ তাকে সমস্ত রকমের জিনিসপত্র দিয়ে জামা কাপড় পরতে দেখেছে আর আজ সকালে তিনি পড়লেন ঘড়ি স্কার্ট‌। না এটা ভাববেন না যে ঘড়ি প্রিন্ট করা কোন স্কার্ট তিনি পরেছেন। হাত ঘড়ি দিয়ে একটি মিনি স্কার্ট বানিয়ে সেটি পরেছেন তিনি।ঘড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তা নিম্নাঙ্গের অনেক কিছু, সেটা আপনারা নিজেরাই বিচার করবেন। আবার তুমুল ভাইরাল উরফি জাভেদ।

Nira

                 

You cannot copy content of this page