জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Rejwan Rabbani: ফের খারাপ খবর! নবাব নন্দিনীতে আর দেখা যাবে না নবাবকে! চিঠির পর নবাবও হাওয়া টলিউড থেকে, হঠাৎ কোথায় চলে গেলো টেলি তারকা রিজওয়ান? জানলে চোখ হবে ছানাবড়া

আজকাল বাংলা টেলিভিশনে বাংলা সিরিয়ালের দৌলতে এমন প্রচুর নতুন নতুন মুখ উঠে এসেছে যারা এক বা দুটি কাজের মাধ্যমেই দর্শকদের মনে পাকা বাকি ভাবে স্থান অর্জন করে ফেলেছে। পাকাপোক্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তাল মিলিয়ে তারাও দক্ষতা অর্জন করে চলেছে রীতিমতো।

তেমনি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এক অভিনেতা হয়ে উঠেছেন রিজওয়ান। এই নামটির সঙ্গে পরিচিত নয় এমন বাংলা সিরিয়ালপ্রেমী দর্শক এখন খুঁজে পাওয়া যাবে না। বেশ কিছু ধারাবাহিকে পরপর অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন দর্শকদের থেকে। আর এই মুহূর্তে অভিনেতাকে দেখা যাচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় নতুন ধারাবাহিক নবাব নন্দিনীতে নবাবের ভূমিকায়।

বহু বঙ্গ নারীর মনের ক্রাশ রিজওয়ান। এবার সেই অভিনেতার ভক্তদের জন্য একটি বিশেষ খবর। সম্প্রতি অভিনেতাকে নতুন রূপে নবাব হিসেবে দেখা গেছে ধারাবাহিকে। একেবারে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি যার স্বপ্ন ক্রিকেটার হওয়া।

কিন্তু এবার আর নবাব নন্দিনীতে দেখা যাবে না রিজওয়ানকে। কেনো? না না, ভেঙে পড়ার কিছু নেই। এটা কোন ভয়ের খবর নয়। আসলে পুজো শেষের পর একটা লম্বা ছুটি নিয়ে অভিনেতা ঘুরতে বেরিয়ে পড়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার কিছু ঝলক শেয়ার করেছেন রিজওয়ান নিজেই। অভিনেতা যে ছবিটি শেয়ার করেছেন সেখানে পেছনে পাহাড় আর বাইকের উপর বসে রয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে কোন পার্বত্য এলাকায় ঘুরতে গিয়েছেন রিজওয়ান। লোকেশন ম্যাগনেটিক হিল। গুগল সার্চ করলেই দেখতে পাবেন সেটা লাদাখে অবস্থিত। কিন্তু ছবি কে তুলে দিলো?

Rezwan 1

তবে এই নিয়ে একটা নতুন চর্চা শুরু হয়েছে ভক্তদের মধ্যে। আসলে সম্প্রতি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে দেখা গিয়েছে ঘুরতে যেতে। তিনি রয়েছেন লাদাখে। ঠিক তারপরেই রিজওয়ান এইরকম একটা ছবি শেয়ার করেছেন যেটা দেখে অনেকের বক্তব্য এটাও লাদাখ থেকেই তোলা।তিনি যে লোকেশন টা দিয়েছেন সেই ম্যাগনেটিক হিল লাদাখেই অবস্থিত। বেশ কিছু সময় ধরে দুজনের মধ্যেকার সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়িয়েছে আর তাই এই ছবি দুটি সেই গুজবে ঘি ঢেলে দিল বলেই মনে করছে দুনিয়া।

Debchandrima
তাহলে কি দুজনে একসঙ্গে ঘুরতে গিয়েছেন তবে আলাদা আলাদাভাবে গেলেন যাতে কেউ জানতে না পারে? সেটাও কি সম্পর্ককে গোপন রাখার জন্য? যদিও উত্তর দেবে সময়। এদিকে নবাব হিসেবে তাহলে কি এই অভিনেতাকে আর কিছুদিন দেখা যাবে না সিরিয়ালে?

Nira

                 

You cannot copy content of this page