এই সপ্তাহে টিআরপি তালিকা অনুযায়ী, আবার একবার বেঙ্গল টপার হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। গত সপ্তাহে কেবল সমস্যার জন্য জি বাংলা এবং স্টার জলসার প্রতিটি ধারাবাহিকের পয়েন্ট অনেকটা কমে গিয়েছিল। সেখানে দেখা গিয়েছিল অনুরাগের ছোঁয়া নিজের শীর্ষস্থান দখল করে রাখতে পারলেও ‘জগদ্ধাত্রী’ নেমে গিয়েছিল তৃতীয় স্থানে, আর দ্বিতীয় স্থানে উঠে এসেছিল জি বাংলার ‘নিম ফুলের মধু’।
কিন্তু আবার একবার জি বাংলার নিম ফুলের মধু অনেকটাই নেমে গিয়ে নিজের জায়গায় ফিরে এসেছে জগদ্ধাত্রী। চলতি সপ্তাহে দোল পূর্ণিমা এবং হোলি থাকার কারণে টিআরপি বেরিয়েছে বৃহস্পতি বারের জায়গায় শুক্রবার। আর আজকের টিআরপি তালিকা অনুযায়ী শীর্ষস্থান দখল করেছে অনুরাগের ছোঁয়া, দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। এবং সেই সঙ্গে রয়েছে তৃতীয় স্থানে জি বাংলার ধারাবাহিক ‘গৌরী এলো’।
এই সপ্তাহের সবচেয়ে আকর্ষণীয় যেটা টিআরপি তালিকায় প্রথম পাঁচের শীর্ষস্থান বাদে চারটি স্থানেই রয়েছে জি বাংলা ধারাবাহিকগুলি। চতুর্থ স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’ এবং পঞ্চম স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। গত সপ্তাহে নিম ফুলের মধু যতই দ্বিতীয় স্থানে উঠে আসুক না কেন আরো একবার জগদ্ধাত্রী নিজেকে প্রমাণ করে দ্বিতীয় স্থানে চলে এসেছে। আর পর্না সৃজনের “সতীন কাঁটা ব্রত” যে সেভাবে দর্শকদের মনে দাগ কাটতে পারেনি তা টিআরপি তালিকা দেখেই বোঝা যায়।
তবে এবারের টিআরপি তালিকায় রয়েছে আরো একটি বড় চমক। কিছুদিন হল শুরু হয়েছে লীনা গাঙ্গুলীর লেখা ধারাবাহিক ‘বালিঝর’। যার উল্টো দিকের স্লটে রয়েছে ‘মিঠাই’। প্রথম সপ্তাহ থেকে সেই একইভাবে এই সপ্তাহেও মিঠাই বালিঝরকে রীতিমতো ধুলিস্যাৎ করে দিয়েছে। এই সপ্তাহের মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ৬.৬ আর উল্টোদিকে স্টার জলসার বালিঝরের প্রাপ্ত নম্বর ৩.৩।
এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• অনুরাগে ছোঁয়া ৯.০
২য় •• জগদ্ধাত্রী ৮.৫
৩য় •• গৌরী এলো ৮.০
৪র্থ •• খেলনা বাড়ি ৭.৯
৫ম •• নিম ফুলের মধু ৭.৭
বিশেষ আকর্ষণ
বালিঝড় – ৩.৩
মিঠাই – ৬.৬