জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অত্যন্ত কম টিআরপি! হঠাৎই স্লট ছাড়া করা হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিককে!

টেলিভিশন (Television) জগতে ধারাবাহিকের স্লট পরিবর্তন খুব একটা নতুন বিষয় নয়। তবে কোনও মেগা ধারাবাহিকের স্লট যদি বারবার পাল্টানো হয়, তাহলে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। কারণ, একবার দর্শক কোনও নির্দিষ্ট সময়ে প্রিয় ধারাবাহিক দেখতে অভ্যস্ত হয়ে গেলে তা বদল হলে অনেকেই সেই সময় অনুযায়ী সিরিয়ালটি দেখতে পারেন না। ফলে এর প্রভাব পড়ে টিআরপিতে। আর টিআরপি কমলেই চ্যানেল কর্তৃপক্ষ নতুন পদক্ষেপ নিতে বাধ্য হয়।

টিআরপি হল সেই মাপকাঠি যার ভিত্তিতে ধারাবাহিকের জনপ্রিয়তা নির্ধারিত হয়। যত বেশি দর্শক নির্দিষ্ট কোনও ধারাবাহিক দেখেন, তত বেশি তার টিআরপি বাড়ে। আর কম টিআরপি মানেই কম বিজ্ঞাপন, যা চ্যানেলের ব্যবসায়িক ক্ষতি করতে পারে। তাই ধারাবাহিকের সময় পরিবর্তন করে, গল্পে টুইস্ট এনে বা নতুন কৌশল প্রয়োগ করে টিআরপি বাড়ানোর চেষ্টা করা হয়। কিন্তু সব ক্ষেত্রেই কি এই পরিবর্তন সফল হয়?

ধারাবাহিক প্রেমীদের কাছে এই ধরণের বারবার স্লট পরিবর্তন বেশ বিরক্তিকর। অনেক সময় তারা নতুন স্লটে ধারাবাহিকটি দেখতে পারেন না, যার ফলে টিআরপি আরও কমে যায়। আবার কিছু দর্শক একধরনের ‘কমফোর্ট জোন’ তৈরি করে ফেলেন, যেখানে নির্দিষ্ট সময়ে প্রিয় সিরিয়াল দেখা একটা রুটিনের মতো হয়ে যায়। এই রুটিনে বারবার বদল আনলে অনেকেই বিরক্ত হয়ে যান এবং শেষ পর্যন্ত সেই ধারাবাহিক দেখা ছেড়ে দেন।

কোন ধারাবাহিকের কপাল পোড়ল এবার?

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক অমর সঙ্গী এই সমস্যার সম্মুখীন হয়েছে। শুরুতে এটি দুপুরের স্লটে সম্প্রচারিত হত, কিন্তু টিআরপি কম থাকায় চ্যানেল কর্তৃপক্ষ এই সিরিয়ালকে বিকেল ৫.৩০-এ সরিয়ে দেয়। কিন্তু এখানেও কাঙ্ক্ষিত টিআরপি না পাওয়ায় ফের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আবার এই ধারাবাহিককে দুপুর ৩টার স্লটে পাঠানো হয়েছে। অর্থাৎ, মাত্র ছ’মাসের মধ্যেই দু’বার স্লট পরিবর্তন করা হল এই ধারাবাহিকের।

নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলি অভিনীত এই ধারাবাহিকের ভক্তদের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, “এতবার স্লট পরিবর্তন হলে তো সিরিয়ালটাই দেখার ইচ্ছে চলে যায়।” আবার কেউ বলছেন, “দুপুর ৩টের সময়ে অনেকেই ব্যস্ত থাকেন, ফলে এবার হয়তো এই সিরিয়ালের ভবিষ্যতই অনিশ্চিত হয়ে গেল।” তবে ধারাবাহিকের কাহিনির প্রতি বিশ্বাস রেখে অনেকে আশা করছেন, নতুন স্লটে টিআরপি বাড়বে এবং এটি দীর্ঘদিন চলবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page