জি বাংলায় ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)। এই ধারাবাহিকের মূল চরিত্র ‘পারুল অধিকারী’, একজন ছোট গ্রামের মেয়ে, যে উচ্চশিক্ষার জন্য একটি বড় কলেজে আসে। পারুলের চরিত্রে অভিনয় করছেন ‘ঈশানী’। তার বিপরীতে রয়েছেন ‘উদয় প্রতাপ সিংহ’ (Uday Pratap Singh), যিনি ‘রায়ান বসু’র ভূমিকায় অভিনয় করছেন। রায়ান একজন জনপ্রিয় ছাত্র, যার অভিনয়ের প্রতি আগ্রহ রয়েছে।

ধারাবাহিকের কাহিনী রায়ান ও পারুলের সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। রায়ান কি শুধুমাত্র একজন ছাত্র থেকে দায়িত্ববান স্বামী হতে পারবে? পারুল কি রায়ানের ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে? এই প্রশ্নগুলির উত্তর নিয়েই এগিয়ে যাচ্ছে ‘পরিণীতা’র গল্প। দীর্ঘদিন পর ধারাবাহিকে ফিরছেন উদয় প্রতাপ সিংহ, যেখানে তিনি একজন কলেজ ছাত্র ও স্বামীর দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন।
বর্তমানে ধারাবাহিকে ‘মহাকুম্ভে মহামিলন’ নামক ট্র্যাক চলছে, যেখানে পারুল ও রায়ান উভয়ই আলাদা ভাবে আত্মীয় ও বন্ধুবান্ধবদের সঙ্গে মহাকুম্ভে গিয়েছে। সেখানে গিয়েই তাদের মিলনের অপেক্ষায় দর্শক মুখিয়ে আছে। ইতিমধ্যেই জি বাংলার তরফ থেকে একটি প্রমো রিলিজ হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ‘শিরীন’কে খুঁজে না পাওয়াতে রায়ান পারুলের কাছে গিয়ে উপস্থিত। দুজনমিলে খুঁজতে গিয়ে দেখে কিছু ভন্ড সাধু ও লোকজন তাঁকে কু-মতলবে ধরে নিয়ে গেছে।
আরও পড়ুনঃ দাম্পত্য জীবনের রজতজয়ন্তী! তখনকার দিনের সম্পর্কে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান ছিল! এখনকার দিনে কিছুই নেই, অকপট খেয়ালী
এই দেখে পারুল ত্রিশূল নিয়ে তাদের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রমো রিলিজের পরেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। অনেকে বলছেন, “এবার যদি রায়ান বোঝে পারুলের মর্ম”। আগামী সোমবার এই ধারাবাহিকে হতে চলেছে ‘মহাসোমবার’। প্রসঙ্গত এই ধারাবাহিক বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি লিস্টে টপ করছে। আপনাদের কি মতামত, এইবারও কী পরিণীতা পারবে টপ করতে?