জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভয়ানক খবর! ঘরের মধ্যে থেকে ঝুলন্ত দেহ উদ্ধার আমি সিরাজের বেগম খ্যাত অভিনেত্রী পল্লবী দে’র, খবর শুনে শোকস্তব্ধ টেলিপাড়া

মানুষ আজ আছে কাল নেই। যাকে সকালে উঠে হাসিখুশি দেখব রাতে হয়তো তারই মৃত্যুর খবর পাবো। মানুষের জীবন বড় ক্ষণস্থায়ী। আর এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে এবার চলে গেলেন এক বিখ্যাত টেলি অভিনেত্রী।

পল্লবী দে, টলিপাড়ার চেনা মুখ। আমি সিরাজের বেগম নামে বিখ্যাত সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি ছিলেন মন মানে না সিরিয়ালে। এছাড়াও রেশম ঝাঁপি, কুঞ্জ ছায়া সিরিয়ালেও ছিলেন।

সেই হাসিখুশি মিষ্টি মেয়েটি আর নেই। জানা যাচ্ছে আজ সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কালকে রাতেই তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট দিয়েছিলেন অথচ আজ সকালেই তিনি পৃথিবী থেকে চলে গেলেন। কেন কী বৃত্তান্ত তা এখনো জানা যায়নি তার কারণ কিছুক্ষণ আগেই খবরটি প্রকাশিত হয়েছে।

Moyna Pallavi
তবে তার এই আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ টেলিপাড়া। একসঙ্গে কাজ করেছিলেন ময়না ব্যানার্জি।তিনি একটি ছবি দিয়ে পোস্ট করেছেন যে তিনি বিশ্বাসই করতে পারছেন না পল্লবী আর নেই। ভক্তরা মানতে পারছেন না যে আমি সিরাজের বেগমের লুৎফা আর নেই। পুলিশ তদন্ত শুরু করেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page