জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পাকা আম দিয়ে বানানো হচ্ছে ম্যাঙ্গো ম্যাগি! আগে খেয়েছেন? ভাইরাল হলো ভিডিও

আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কত ধরনের আজব বিষয়ই না দেখতে পাই। কোনোটা হাসির কোনোটা আনন্দে আবার কোনোটা দুঃখের বা রাগের। আবার কোথাও কোথাও নতুন নতুন আবিষ্কারের সন্ধান পাওয়া যাচ্ছে।

এই যেমন এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এমন একটি ভিডিও যা দেখে নেটিজেনদের একাংশ রেগে গেল।

ভারতীয়দের কাছে ম্যাগি খুবই প্রিয় খাবার। কাজের ফাঁকেই হোক কিংবা ঘুম থেকে উঠে, যে কোনো সময়েই ম্যাগি চট জলদি বানানো যায় আবার চট জলদি খেয়ে ফেলা যায়। সেই ম্যাগি এমনভাবে তৈরি করা হচ্ছে যা একেবারেই ভাল লাগেনি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারিদের।

ম্যাগির সাথে ডিম এবং সবজির পাশাপাশি বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে চিজ, সসেজের মত উপকরণগুলিও দেওয়া হয় অনেক জায়গাতেই। কিন্তু তাই বলে পাকা আম?

হ্যাঁ, ভাইরাল হওয়া ভিডিওতে দেখানো হয়েছে পাকা আমের সাথে ম্যাগি তৈরি করে পরিবেশন করছেন এক মহিলা। জলের পরিবর্তে আমের ঠান্ডা পানীয় দিয়েই সেদ্ধ করা হয় সেই ম্যাগি।

সেই ম্যাগি পরিবেশনের সময়ও উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে পাকা আমের কুচি। অনেকের কাছেই এই ম্যাগি সুস্বাদু বলে মনে হলেও বেশ কিছুজন আবার আমের সাথে ম্যাগির এই “কম্বিনেশন”কে কটাক্ষ করেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page