জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাঙালি বিয়ের এই রীতি মানবে না অমিতাভ, বাঙালিদের কোন রীতি নিয়ে অসন্তুষ্ট ছিলেন বিগ বি?

অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), যিনি কিনা সিনেমা প্রেমীদের কাছে ‘বিগ বি’ নামেও পরিচিত। সকালেই জানেন অমিতাভ বচ্চনের স্ত্রী বাংলার মেয়ে জয়া বচ্চন। এই জুটির শুটিং সেটেই প্রেম এবং তারপর নানা ঝড় ঝাপটাকে অতিক্রম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বলিউডে যখন রীতিমতো নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার জন্য স্ট্রাগল করছেন অমিতাভ, সেই সময় জয়া রয়েছেন তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায় থাকা সত্ত্বেও বচ্চনের হাত ছাড়েননি তিনি। সেই সময় দাঁড়িয়ে অভিনেত্রী জয়া বলেছিলেন, অমিতাভ একদিন অনেক বড় অভিনেতা হবেন।

সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনও তাঁদের সম্পর্কের ভীতকে কখনোই টলাতে পারেনি, তার বাস্তব উদাহরণ আজকের দীর্ঘ দাম্পত্য জীবন। শোনা যায়, একবার ঠিক হয় সিনেমার সাফল্য পাওয়ার জন্য বেড়াতে যাবেন বাইরে, অথচ তখনও তাঁরা অবিবাহিত। কিন্তু অভিনেতা জানেন তাঁর বাড়ি এসব বিষয়ে বরাবরই কঠোর। এই বেড়াতে যাবার প্রস্তাব বিগ বি বাড়িতে জানাবি তার বাবা স্পষ্টভাবে জানিয়ে দেয়, একমাত্র বিয়ের পরেই এটা সম্ভব।

শুধু বেড়াতে যাবার কারণেই তড়িঘড়ি করে বিয়ে সারলেন জয়া-অমিতাভ। বিয়ে হয়েছিল একেবারে আদ্যপ্রান্তভাবে বাঙালি মতে। কিন্তু বিয়ে করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয় এই তারকা জুটিকে। বিয়ের সব নিয়ম মানতে রাজি থাকলেও টোপর করতে নারাজ ছিল অমিতাভ। এমনকি বিয়ের পাত্র কনের বাড়ির প্রতিটা সদস্যের কাছে অনুরোধ করেছিলেন এবং ক্ষমাও চেয়েছিলেন যে তিনি টোপর পরতে পারবেন না।

সম্প্রতি, বিগ বি-এর উপস্থাপনায় হওয়া ‘কৌন বানেগা করোরপতি’র এক প্রমোতে এই গল্প দর্শকদের কাছে প্রকাশ্যে উঠে এসেছে। এই রিয়ালিটি শো এ তিনি তার বিয়ের স্মৃতিচারণা করে বললেন বিয়ের সঙ্গে এই টুপির কোনো সংযোগ খুঁজে পাচ্ছেন না তাই তিনি এই টুপি অর্থাৎ টোপর পড়বেন না। অভিনেতার বাংলার সঙ্গে বরাবরই গভীর সম্পর্কের কথা বলেছেন। এমনকি অভিনয় জগতে আসার আগেও তিনি এই কলকাতা শহরে কাজও করেছেন। বর্তমানে আজ এই জুটি চুটিয়ে সংসার করছে, ভালোবাসাও পান প্রচুর অনুরাগীদের থেকে।

Soumi

                 

You cannot copy content of this page