জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সুবানকে ছেড়ে সোহেলের প্রেমে তিয়াসা! প্রেমিকার রাগ সামলাতে হিমসিম দশা প্রেমিক পুরুষ সোহেলের

টেলিভিশন জগত একের পর এক জুটি সাত পাকে বাঁধা পড়ছে। এবারে আরও এক জুটির বিয়ের খবর আসছে। সেই জুটি আর কেউ নয় ‘কৃষ্ণকলি’ খ্যাত শ্যামা অর্থাৎ তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)এবং সোহেল দত্ত (Sohail Dutta)। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত তিয়াসা। শুরুর দিকে টেলিভিশনে তার অভিনয় জীবন শুরু করেছিলেন একজন পার্শ্ব-অভিনেত্রী হিসাবে। তবে ২০১৮ সালে, তিনি বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘কৃষ্ণকলি’-তে অভিনয় শুরু করেছিলেন। ধারাবাহিকটি জি বাংলাতে প্রচারিত হয় এবং ২০২০ সালের নভেম্বর মাসে এটি ৮০০ টি পর্ব সম্পন্ন করে এবং তিয়াসার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বর্তমানে তিনি ‘রোশনাই’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন।

বাংলা টেলিভিশন অভিনেত্রী তিয়াসা লেপচা এবং অভিনেতা সোহেল দত্ত বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন। তিয়াসা পূর্বে অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর তিয়াসা ও সোহেল প্রেমের গুঞ্জন শোনা যায়। খবর আসে সম্পর্কে জড়িয়েছেন তারা দুজনে। যদিও মাঝখানে তাঁদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছিলো। তবে, নতুন বছরে তাঁরা আবার একসঙ্গে হয়েছেন এবং সম্পর্ককে নতুনভাবে শুরু করেছেন।

সম্প্রতি, সোহেলের জন্মদিনে তিয়াসা তাঁকে বিশেষ উপহার প্রদান করেন এবং তাঁরা একসঙ্গে সময় কাটান, যা তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতার প্রমাণ দেয়। সোহেল নিজেও স্বীকার করেছেন যে তিয়াসা তাঁর জীবনে বন্ধুর থেকেও বেশি কিছু। অল্প বয়সে বিয়ে ভেঙেছিলো তিয়াসার। অনেক ঝর ঝাপটা সামলে জীবনে থিতু হয়েছেন তিনি। এরপরই খবর এসেছিলো যে তিয়াসা ও সোহেল প্রেম করছেন।

গত ২০ জানুয়ারি অভিনেতার জন্মদিন ছিল। সেই বার্থডে পার্টিতেই উপস্থিত ছিল তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের। সেখানে বিশেষ ভাবে চোখে পড়ল তাঁদের দুজনের সম্পর্কের সমীকরণ। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, সোহেল এবং তিয়াসার নাকি এনগেজমেন্টও হয়ে গিয়েছে। এই খবর অনন্যার গুহর ভ্লগ থেকে পাওয়া গেছে যা সেই জল্পনাই আরও উসকে দিয়েছে। তিয়াসা পূর্বে ‘দিদি নম্বর ১’ অনুষ্ঠানে ২০২৫ সালের অক্টোবরে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে পাত্র তখনও ঠিক হয়নি বলে উল্লেখ করেছিলেন। তাহলে সত্যি কি এবার সাত পাঁকে বাঁধা পড়বেন তারা?

এই প্রসঙ্গে TV9 বাংলার তরফে সোহেলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “না এই মুহূর্তে সে সব নিয়ে আমরা কিছু ভাবছি না। তিয়াসা আর আমি খুব ভাল বন্ধু। অনেক সময় ঝগড়া হয়। আবার সব মিটে যায়। ওই মাখো মাখো প্রেম আছে কি নেই সে কথা বলতে পারব না। তবে হ্যাঁ, এটা ঠিক তিয়াসা আমার জীবনে বন্ধুর থেকেও বেশি।” তাঁরা সম্পর্কে আছেন কি না সেই নিয়েও ধোঁয়াশা কিছুটা হলেও জারি রাখলেন অভিনেতা। তবে তিয়াসা যে তার শুধুই বন্ধু নয় বরং তাঁর চেয়ে বেশি কিছু সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, সোহেলকে জন্মদিনে একগুচ্ছ উপহার দিয়েছেন তিয়াসা। অভিনেতা জানান, ভাল একটা ওয়ালেট, জুতো, জ্যাকেট অনেক কিছুই তাঁকে উপহার দিয়েছেন তিয়াসা। তবে সোহেলের একটাই আবদার, “তিয়াসার রাগটা যদি একটু কমত তাহলেই আমি বেঁচে যেতাম।” যদিও, তাঁদের এনগেজমেন্ট বা বিয়ের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

Piya Chanda

                 

You cannot copy content of this page