জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ (Anondi) প্রতিদিনই নতুন মোড় নিয়ে দর্শকদের চমকে দিচ্ছে। আজকের পর্বে গল্পে দেখা গেছে চম্পাহাটিতে বাস দু’র্ঘটনার খবরে আদির উদ্বেগ এবং আনন্দীর অনুপস্থিতি ঘিরে উত্তেজনা। দু’র্ঘটনাস্থলে আনন্দীকে না পেয়ে তার দাদা রকেট আদির নামে মি’থ্যে অ’ভিযোগ তোলে। এর ফলেই পুলিশ আদিকে গ্রে’ফতার করে নিয়ে যায়, যদিও আদি বারবার নিজের নি’র্দোষ হওয়ার প্রমাণ দেওয়ার চেষ্টা করে।
আদির গ্রেফতারির খবরে তিতির সক্রিয় হয়ে ওঠে এবং আদিকে ছাড়ানোর জন্য উকিলের সাহায্য নেয়। অন্যদিকে, আনন্দীর অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বাড়ির সবার সন্দেহ ক্রমশ বাড়তে থাকে। নন্দিনী এবং চৈতি অভিযোগ করে, আনন্দী বাড়ি থেকে পালানোর আগে মূল্যবান কিছু নিয়ে গেছে। এই সন্দেহের জেরে চৈতি ঠাকুরের সমস্ত গয়না পরীক্ষা করতে নিয়ে আসে এবং দেখা যায় সাতনূরী নেকলেসটি নিখোঁজ। গয়নার অনুপস্থিতিতে বাড়ির সবাই আনন্দীর উপর দোষ চাপায়।
আনন্দী আজকের পর্ব ১৫ নভেম্বর (Anondi Today Episode 15 November)
পুলিশের হেফাজতে থাকা আদির মনোভাবেও ভাঙন ধরানোর চেষ্টা করে তিতির। তিতির আদিকে বোঝায় যে আনন্দী ইচ্ছা করেই তাকে ফাঁসানোর পরিকল্পনা করছে। তার দাবি, আনন্দী শুধু দোষ চাপানোর জন্য নয়, বরং সাতনূরী নেকলেস চুরি করেই বাড়ি থেকে পালিয়েছে। তিতিরের কথাগুলি আদির মনে সন্দেহ জাগায়। একইসঙ্গে, আদির মুক্তি পাওয়ার পরও আনন্দীকে নিয়ে তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে।
এর মধ্যেই আনন্দীর বাড়িতে ফিরে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। তবে গল্পের এই অংশে দর্শকদের মনে একটাই প্রশ্ন—আনন্দী কি সত্যিই অপরাধী, নাকি তাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে? সাতনূরী নেকলেস কোথায় গেল, সেটাও রহস্যের কেন্দ্রে রয়েছে। ধারাবাহিকের পরবর্তী পর্বে এই প্রশ্নের উত্তর মিলবে কিনা, তা নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।
আরও পড়ুন: খেলা ঘুরল! গ্রেফতার হল ঈশা, সৃজনের মহাবিপদে পর্ণাকে আপন করে নিল কৃষ্ণা, নিমফুলে বিরাট চমক
আনন্দীর বিরুদ্ধে বাড়ির সদস্যদের সন্দেহ এবং আদির মনের দ্বন্দ্ব ধারাবাহিকের মূল আকর্ষণ হয়ে উঠেছে। এর সাথে সাতনূরী নেকলেসের রহস্যও গল্পে নতুন মোড় আনবে। দর্শকদের এখন আগ্রহের কেন্দ্রবিন্দু—আনন্দীর ভবিষ্যৎ কীভাবে বদলে যাবে এবং তার চরিত্রের প্রকৃত সত্য সামনে আসবে কিনা