জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Nabab Nandini: কমলিকা জীবন ভাজা ভাজা করে দিচ্ছে নন্দিনীর অথচ তাও নন্দিনী নাচছে কমলিকার সঙ্গে! কান্ড দেখে অবাক নেটিজেনরা

টিভির পর্দায় যে চরিত্রে অভিনয় করতে হোক না কেন বাস্তবে কিছু সম্পর্কে সমীকরণ অনেকটাই আলাদা হয়। কেউ যেমন টিভির পর্দার চরিত্রে কারোর সাথে খুব ভালো সম্পর্ক দেখালেও বাস্তবে তারা একে অপরের সাথে অতটা সচ্ছন্দ্যবোধ করেন না। আবার অন্যদিকে টিভির পর্দায় কেউ কারো চরম শত্রু হলেও বাস্তবে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে থাকে। সেভাবেই অভিনেত্রী ইন্দ্রানী পাল এবং অনন্যা বিশ্বাসের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বাস্তব জীবনে।
কিছুদিন আগে স্টার জলসায় শুরু হয়েছে “নবাবনন্দিনী”।

যেখানে মুখ্য চরিত্র নন্দিনীর ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী ইন্দ্রানী পাল এবং নবাবের বৌদি অর্থাৎ কমলিকার চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী অনন্যা বিশ্বাস। ধারাবাহিকে কমলিকার চরিত্রটি নন্দিনীর জীবনে বার বার একাধিক ঝড় তুলছে।

আবার অন্যদিকে স্টার জলসার আরো একটি ধারাবাহিক “বরণ” এ এই দুই অভিনেত্রীর জুটি দেখতে পাওয়া গিয়েছিল। তাতেও ইন্দ্রানী নায়িকা এবং অনন্যা ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন।

টিভির পর্দায় তাদের যতই একে অপরের শত্রু হিসেবে দেখা যাক না কেন বাস্তবে তারা একে অপরের ভালো বন্ধু। দুটো সিরিয়ালে একত্রে অভিনয় করার সুবাদে এই দুই অভিনেত্রীর মধ্যে সক্ষতা সৃষ্টি হয়েছে।

সম্প্রতি অভিনেত্রী অনন্যা বিশ্বাস ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছে যেখানে তাদের শুটিং ফ্লোরে ধারাবাহিকের সকল অভিনেত্রীরা একসাথে নাচ করছেন। সঙ্গে অনেক মজা করতেও দেখা যাচ্ছে তাদের।


প্রসঙ্গত এর আগেও ইন্দ্রানী এবং অনন্যা কে একত্রে তাদের সোশ্যাল মাধ্যমে রিল করতে দেখা গেছে।

Nira

                 

You cannot copy content of this page