জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: যারা প্রথম থেকে মিঠাই দেখেননি তাদের জন্য সুখবর!মিঠাইকে আবার মাথায় হাঁড়ি করে মুন্নিকে নিয়ে মনোহরা বিক্রি করতে দেখতে পাবে দর্শক

মিঠাই ধারাবাহিকটি শুরু হওয়ার সাথে সাথেই বাংলা টেলিভিশন প্রেমী মানুষদের মন জয় করে নিয়েছিল। জি বাংলায় এই ধারাবাহিকটি আসার সাথে সাথেই মিঠাই চরিত্রটির প্রাণোচ্ছলতা, হাসি খুশি মেয়েটাকে সবারই খুব পছন্দ হয়েছিল। ধারাবাহিক শুরুর দিকে তাকে দেখতে পাওয়া যেত তার সাইকেল মুন্নীতে চেপে মাথায় হাঁড়ি নিয়ে মিষ্টি বিক্রি করতে।

সেই ভাবেই একদিন সে মনোহরাতে আসে এবং সেখান থেকে তার মোদক পরিবারের সাথে আলাপ হয়। আর আজ সে মোদক পরিবারের ছেলের সিদ্ধার্থের স্ত্রী। এখন আর তাকে দেখতে পাওয়া যায় না মনোহরার হাড়ি মাথায় নিয়ে মিষ্টি বিক্রি করতে, তবে সে এখন পরিবারের কর্তব্য পরাহায়ন বউ হওয়ার সাথে সাথে তাদের পারিবারিক মিষ্টির ব্যবসায় যোগ দিয়েছে।

তবে বেশ কিছুদিন ধরে মোদক পরিবারের ওপর একাধিক সংকট আসছে।তবে সম্প্রতি আদিত্য আগরওয়াল এবং কাউন্সিলর প্রমিলা লাহার চক্রান্তে মোদক পরিবারের বাড়ি, ব্যবসা সবকিছুই পুলিশি হেফাজতে চলে গেছে। তার ফলে তাদের সবাইকে একটি ছোট ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। তাদের ব্যাংকের অ্যাকাউন্ট এবং সোনা সব কিছুই সিজ করে দেওয়া হয়েছে। এই নিয়ে মোদক পরিবারের সকলেই খুব চিন্তিত।

তবে মিঠাই সবার এই চিন্তা দেখে মনে মনে ভাবে যে তাকে কিছু করতে হবে। তাই সে সারারাত ধরে মিষ্টি বানিয়ে আগের মত মিষ্টির হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়ে মিষ্টি ফেরি করতে। তবে এই বিষয়ে সিদ্ধার্থ বা মোদক পরিবারের কেউই কিছু জানে না। তবে তাকে আবার দেখতে পাওয়া যাবে মাথায় মিষ্টির হাড়ি নিয়ে।তাই এবার দর্শকদের পছন্দমত মিঠাইরানীকে আবার আগের মেজাজেই দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Nira

                 

You cannot copy content of this page