জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘প্রেম করছি না কিন্তু প্রেমের দিকেই এগোচ্ছে’! প্রাঙ্ক কলে ঘাবড়ে গিয়ে গড়গড় করে সব সত্যি বলে দিলো ‘মিঠাই’ নায়িকা! প্রেমিক সবার চেনা

চলতি সপ্তাহে অন্তিম বারের মতো সম্প্রচার হয়েছে মিঠাই ধারাবাহিকের। এই ধারাবাহিক বন্ধে মূহ্যমান মিঠাই ভক্তরা।‌‌ তবে মিঠাই ধারাবাহিকের এক অভিনেত্রী জীবনে এখন দুঃখের থেকে অনেক বেশি আনন্দ, সাফল্য, খুশি ধরা দিয়েছে। কে তিনি? তিনি হলেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী অনন্যা গুহ।‌

সম্প্রতি অভিনেতা সায়ক চক্রবর্তী প্রাঙ্ক কল করেছিলেন অভিনেত্রীকে। সেখানে তিনি একজন সাংবাদিক সেজে অভিনেত্রী ও তাঁর বিশেষ বন্ধু ইউটিউবার, অভিনেতা সুকান্ত কুন্ডুর সঙ্গে সম্পর্কের কথা জিজ্ঞেস করেন।‌‌ যদিও তাঁর সঙ্গে মজা করা হচ্ছে সেটা প্রথমে বুঝতে পারেননি অভিনেত্রী। জবাবে কী বলেন‌ তিনি? উল্লেখ্য, অত্যন্ত কম বয়স থেকে বাঙালি দর্শকদের মনোরঞ্জন করছেন এই অভিনেত্রী।জি বাংলার জনপ্রিয় কৃষ্ণকলি ধারাবাহিকে প্রথমবারের মতো মুন্নীর চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। পান দারুণ জনপ্রিয়তা। এরপর ‘মিঠাই’ ধারাবাহিকে পিঙ্কিজির চরিত্রে অভিনয় করেন অনন্যা। এমনকী লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে লক্ষী কাকিমার মেয়ের চরিত্রেও অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।

মাত্র ১৯ বছর অভিনেত্রীর। আর এই বয়সেই তিনি যা করে দেখিয়েছেন তা অনেকেই করতে পারেননি। ‌গত বছর তিনি নিজের উপার্জনের টাকায় গাড়ি কেনেন। আর কয়েক মাস আগে এই বছর আবার একবার দ্বিতীয় বারের মতো গাড়ি কিনে ফেললেন অভিনেত্রী। তবে এগুলো ছাড়াও জীবনে আর‌ও খুশির খবর এসেছে তাঁর।

বলা যায় অভিনেত্রীর জীবনে প্রেম এসেছে। ইউটিউবার, অভিনেতা সুকান্ত কুন্ডুর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি এমনটাই শোনা যায়। আর সায়কের ভাগ করে নেওয়া উক্ত ভিডিওতে সেটাই স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন‌ তাঁরা প্রেমের দিকে এগোচ্ছেন। যদিও শেষে এটা যে প্রাঙ্ক কল সেটা বুঝে গিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় সুকান্ত ও অনন্যা। উল্লেখ্য, সুকান্ত কুণ্ডুর চ্যানেল ‘let’s be confused’ দেখলেই তাঁদের একাধিক দুষ্টু মিষ্টি প্রেমের ভিডিও দেখা যাবে।‌

Ratna Adhikary

                 

You cannot copy content of this page