জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Ananya-Alakananda: উর্মি মিঠাইকে হারিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অনন্যা অলকানন্দা! ‘পয়সা দিয়ে পুরস্কার কিনেছে, কী এমন অভিনয় করে?’, বিরক্ত দর্শকরা

বাংলা ইন্ডাস্ট্রিতে দুই বোনই অভিনয় করছে এমন দুই অভিনেত্রী হল অলকানন্দা গুহ এবং অনন্যা গুহ। অলকানন্দা গুহ বেশ কয়েক বছর ধরেই নিজের অভিনয় জগত শুরু করেছে বাংলা টেলিভিশনে। সম্প্রতি বেশকিছু ধারাবাহিকে দেখতে পাওয়া যাচ্ছে তার ছোট বোন অনন্যা গুহকে। সম্প্রতি জি বাংলার “মিঠাই” ধারাবাহিকে পিঙ্কিজি এবং “লক্ষী কাকিমা সুপারস্টার” ধারাবাহিকে লক্ষী কাকিমার মেয়ের ভূমিকা অভিনয় করছে অনন্যা।

Ananya Guha: এবার পুজোয় কি করবেন অনন‍্যা!জানালেন নিজেই - CINEBANGLA.IN

স্টার জলসার ধারাবাহিক “আয় তবে সহচরী” এবং সান বাংলার “দেবী” ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে অলকানন্দাকে আর কোন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি। এর আগে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অলকানন্দাকে।

এই দুই বোনকেই বাংলা টেলিভিশনে পার্শ্ব চরিত্রে অভিনয় করতেই দেখেছে দর্শক। তারা কখনোই মুখ্য ভুমিকায় অভিনয় করেননি। কিন্তু সম্প্রতি একটি অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে তাদের দুই বোনকেই অ্যাওয়ার্ড পেতে দেখা গেছে। যেখানে অনন্যা গুহ পেয়েছেন ‘প্রমিসিং অ্যাক্টর অফ দা টাইম’ তার দিদি অলকানন্দা পেয়েছে ‘এমার্জিং অ্যাক্টর অফ দা টাইম’। তাদের দুই বোন ছাড়া অলকানন্দার স্বামী অর্থাৎ পরিচালক মনোজিৎ গুহ পেয়েছেন ‘এমার্জিং ডিরেক্টর অফ দা টাইম’।

ওপাস ফেব্রিকেশন অফ আর্ট এর তরফ থেকে এই অ্যাওয়ার্ড গুলি দেওয়া হয়েছে অভিনেত্রীদের। অভিনেত্রীরা অ্যাওয়ার্ড পাওয়ার পরেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন। আর সেই দেখেই শুরু করেছে একাধিক বিতর্ক। নেটিজেনদের একাংশের মত যে এত ভালো ভালো অভিনেত্রীরা থাকতেও তারা দুজন কি করে পেতে পারে এই অ্যাওয়ার্ড। তাদের কথায় বাংলা টেলিভিশনে মিঠাই অর্থাৎ সৌমিতৃষা, উর্মি অর্থাৎ অন্বেষা, পিহু অর্থাৎ সৃজলাদের মতো এতো ভালো ভালো অভিনেত্রী রয়েছে। যারা মুখ্য ভূমিকায় জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছেন তারা পেল না আর অনন্যা এবং অলকানন্দার পুরো পরিবার এই অ্যাওয়ার্ডটি পেল। নেটিজেনরা বলছে তারা এই অ্যাওয়ার্ডটি পয়সা দিয়ে কিনেছেন, তারা এমন কিছুই অভিনয় করেন না যার জন্য তারা অ্যাওয়ার্ড পাবেন।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page