একটি পোস্টার তাতে রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় ছবি এবং নিচে দুটি ফোন নাম্বারের সাথে দেওয়া হয়েছে দুই ব্যক্তির নাম। পোস্টারটির উপরে লেখা রয়েছে খুঁটিপুজো বা লাইভ শো স্বস্তিকা মুখোপাধ্যায়কে দিয়ে করাতে চাইলে এই দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন। এই দুই ব্যক্তির নাম হল গৌতম ভৌমিক ও স্বপন পোড়েল।
এই পোস্টার সামনে আসতেই স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। এদিন তিনি নিজেই নিজের ফেসবুকে এই পোস্টারটি ছবি দিয়ে লেখেন,’এটাই মনে হচ্ছে নিয়ম হয়ে গেছে, artist দের সঙ্গে কোনোরকম কথা না বলে, তাদের মতামত না নিয়ে, লিখিত কোনো permission ছাড়াই তাদের ছবি ব্যবহার করে প্রচার করা। আমি কারুর সঙ্গে চুক্তি তে নেই, exclusively তো কোন ভাবেই নই।’ এর সাথে তার সাথে যোগাযোগ করার জন্য একটি ফোন নাম্বারও সেখানে দিয়ে দেন।
তবে ঘটনাটি সূত্রপাত কি? এক সংবাদ মাধ্যমের কাছে গৌতম বাবু জানান,’আসলে ভুলটা আমারই হয়েছে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের ম্যানেজারের সঙ্গে আমার কথা হয়েছিল। আসলে আমি দিদির ম্যানেজমেন্ট করতাম। লকডাউনের পর সবকিছু ওলটপালট হয়ে গিয়েছে। তাই এই বিজ্ঞাপনটা দেওয়ার আগে আমি স্বস্তিকা মুখোপাধ্যায় কিংবা ওঁর ম্যানেজারের সঙ্গে কথা বলি নি। যেটা আমার উচিত হয়নি। আসলে গ্রামেগঞ্জে অনুষ্ঠানের জন্য দিদি (স্বস্তিকা মুখোপাধ্যায়)র সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, তাহলে আমরা সেটা করিয়ে দেব। আসলে অভিনেত্রীর যিনি বর্তমান ম্যানেজার তাঁর মাধ্যমেই আমরা এই যোগাযোগটা করিয়ে দেব। এবিষয়ে অভিনেত্রীর ম্যানেজারের সঙ্গে আমার কথাও হয়েছে। তবে ভুল যেটা হয়েছে, বিজ্ঞাপনটা দেওয়ার জন্য আমরা কোনও অনুমতি নিই নি।’
গৌতম বাবু আরও বলেন যে তারা এই বিষয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছেন যাতে তিনি এই পোস্টটি তুলে নেন।
স্বস্তিকা মুখোপাধ্যায় এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় করার পরেই তার ভক্তদের একাংশ তাকে পরামর্শ দিয়েছেন এটা নিয়ে আইনী পদক্ষেপ নেওয়ার জন্য।