জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বয়সে বড় নায়িকা যার বড় মেয়ে আছে তার প্রেমে পড়বে নায়ক!নতুন কনসেপ্টের ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অঙ্কিতা, ‘গোধূলি আলাপ লাইট’ বলছেন নেটিজেনরা

টেলি পর্দায় কামব্যাক হচ্ছে জনপ্রিয় অভিনেত্রীর। বহুদিন পর ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। এর আগে তাকে আমরা শেষ বড় চরিত্রে দেখেছি ইষ্টিকুটুম ধারাবাহিকে‌। কিছুদিন আগেই তিনি খবরের শিরোনামে এসেছিলেন বিয়ে করে। সিকিমে গিয়ে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। অভিনেতা প্রান্তিক ব্যানার্জিকে বিয়ে করেছেন তিনি।

এর মাঝে তাকে আমরা প্রচুর ফটোশুট এবং কিছু ওয়েব সিরিজ ও সিনেমায় কাজ করতে দেখেছি। আগের থেকে অনেকটা ওজন জড়িয়েছেন এবং ছোটপর্দায় একদম নতুন রূপে ফিরে এসেছেন অঙ্কিতা। মাঝে জি বাংলা অরিজিনালে ফ্ল্যাট থেকে পালিয়ে নামে একটি সিনেমা করেছিলেন তিনি। এখন কালার্স বাংলায় ইন্দ্রানী নামে নতুন সিরিয়ালে ফিরছেন অঙ্কিতা।

নতুন প্রোমোতে দেখা গেল ইন্দ্রানী একটি হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার।তার একটি বছর তেরোর মেয়ে রয়েছে,যে মাকে একদম সহ্য করতে পারে না তার কারণ তার ধারণা তার মায়ের জন্যই বাবা তাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্দ্রানী ডিভোর্সি কিন্তু শ্বশুরবাড়িতে থেকে শ্বশুর-শাশুড়ির দায়িত্ব পালন করে। সংসারের খরচ পৌঁছে দেয় যদিও তার জেঠি শাশুড়ি তাকে একদম পছন্দ করেনা।

হাসপাতালে তাকে ঢুকতে দেখে প্রেমে পাগল হয়ে যাবে অল্পবয়সী এক ডাক্তার। বয়সে বড় নায়িকা এবং বয়সে ছোট নায়ক কে ঘিরে এগিয়ে যাবে গল্প। স্বাভাবিকভাবেই প্রোমো দেখে অনেকের মনে পড়ে গেছে গোধূলি আলাপের কথা, সেখানে শুধু চরিত্র উল্টো ছিল। গল্পের থিম হলো অসমবয়সী প্রেমের গল্প যদিও পরিপ্রেক্ষিত, চরিত্র সবকিছুই আলাদা।

একদম নতুন কনসেপ্টের এই ধারাবাহিক দেখতে উৎসাহী সকলেই। অনেকেই প্রভূত প্রশংসা করেছেন এবং অধীর আগ্রহে সকলে অপেক্ষা করছেন কবে কালার্স বাংলায় এই সিরিয়ালটি দেবে তার জন্য।

Piya Chanda

                 

You cannot copy content of this page