ছোটপর্দায় জনপ্রিয় মুখ অন্বেষা হাজরা (Annwesha Hazra)। বর্তমানে টেলিভিশনের পর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পসার জমাতে চলেছেন অভিনেত্রী। জীবনের প্রথম ছবিতে অভিনয় করছেন প্ৰিয় অভিনেত্রী মানসী সিনহার (Manosi Sinha) পরিচালনায়।
অভিনেত্রী অন্বেষা হাজরাকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’য়। মার্চ মাসে শেষ হয়েছিল ধারাবাহিকের সম্প্রচার। তখনই মানসীদির তরফ থেকে অফার পান অভিনেত্রী। তারপর প্রায় মাস আড়াই কেটে গিয়েছে। কেমন ছিল মাঝের সময়টা?
অভিনেত্রী জানান,”ভালই কেটেছে। এটাই আমাদের কাজের ধরণ। একটা কাজ শেষ হলে আরেকটা কাজের জন্য অপেক্ষা করে থাকতে হয়। মাঝের গ্যাপটাও খুব দরকার। আমরা টানা চোদ্দ ঘণ্টা শুটিং করি। সেই প্রেসার একটা দীর্ঘদিন ধরে চলে। তাই নতুন কাজ শুরুর আগে এই গ্যাপটা দরকার। নতুন কিছুতে যুক্ত হওয়ার আগে, নতুন এনার্জি পাওয়ার জন্য।”
বড়পর্দায় এই প্রথমবার অপরাজিতা আঢ্যর সঙ্গে কাজ করবেন অভিনেত্রী অন্বেষা হাজরা
বড়পর্দায় এই প্রথমবার অপরাজিতা আঢ্যর সঙ্গে কাজ করবেন অন্বেষা। কেমন লাগছে এমন একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে? অন্বেষার কথায়,”আমি কাজ শুরু করার অনেক আগে থেকেই দেখতাম অপরাজিতা আঢ্যকে কাজ করতে দেখতে। অপরাজিতা আঢ্য অভিনয় দুনিয়ায় একটা নাম। তাঁর কাজ দেখেই বড় হয়েছি। অভিনেত্রী হওয়ার সুযোগ হয়েছে। সেটে দেখা হলে, নিশ্চয় কথাটা বলবো।”
আরও পড়ুন: প্রতিবাদী চরিত্রে নজর কাড়ল লাবু! অভিনেত্রীকে নিয়ে সমাজমাধ্যমে লেখালিখি
সন্ধ্যাতারা শেষ হয়ে যাওয়ার পরও কাজের রেশ রয়েছে?
এখনও কি সন্ধ্যাতারা শেষ হয়ে যাওয়ার রেশটা থেকে গিয়েছে? অন্বেষা বলেন, ”এটা হয়। যখন একটা কাজ অনেকদিন ধরে করি, তারপর হঠাৎ শেষ হয়ে যায়, অবশ্যই রেশ থাকে। এখনও আমার সিরিয়ালের অনেকের সঙ্গে কথা হয়। কাজের ব্যস্ততায় কারোর সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব না থাকলেও, অনেকক্ষেত্রে রেশ থেকে যায়।”