জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi )এখন জমজমাট পর্যায়ে পৌঁছেছে। প্রতিটি পর্বে একের পর এক চমক দর্শকদের আকর্ষণ করছে। টিআরপি তালিকায় ধারাবাহিকটি দুর্দান্ত ফলাফল করছে, যা প্রমাণ করে দর্শকদের ভালোবাসা। আদি ও আনন্দীর নতুন জীবন শুরু হলেও তিতির ও নন্দিনীর ষড়যন্ত্রে সেই জীবন বারবার সমস্যায় পড়ছে। তিতিরের মিথ্যা নাটক এবং নন্দিনীর ষড়যন্ত্র গল্পে নতুন মোড় আনছে।
গত পর্বে দেখা গিয়েছিল বিজয়াকে রাজি করিয়ে টেস্টি টামি খাবারের টেস্ট করানো হয়। অনিরুদ্ধের আপত্তি সত্ত্বেও আনন্দীদের সুযোগ দেয়া হয়, যা তাদের সাফল্য এনে দেয়। সেলিব্রেশনের সময় লাহিড়ী বাড়িতে হাজির হয় নন্দিনী, অনিরুদ্ধ এবং তিতির। নন্দিনী ঘোষণা করে তিতির সেখানেই থাকবে। আনন্দী এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হয়, কিন্তু আদি তিতিরের প্রতি সহানুভূতিশীল। তিতিরের মিথ্যা অভিযোগে আদি বিভ্রান্ত হতে থাকে।
আনন্দী আজকের পর্ব ১৪ জানুয়ারি (Anondi Today Episode 14 January)
আজকের পর্বে দেখা যায়, আদি বাধ্য হয়ে তিতিরকে লাহিড়ী বাড়িতে থাকার অনুমতি দেয়। আনন্দী তিতির ও নন্দিনীর ষড়যন্ত্রের কথা বোঝালেও আদি কোনো কথা শুনতে চায় না। অন্যদিকে, বিজয়া ও তনুশ্রীরা বুঝতে পারে তিতির ইচ্ছাকৃতভাবে এগুলো করছে। আনন্দী ভাবতে থাকে কীভাবে তিতিরের মিথ্যাকে প্রমাণ করা যায়। বাড়িতে অশান্তি আরও বাড়তে থাকে, আর তিতির তার নাটক চালিয়ে যেতে থাকে।
মাঝরাতে তিতির আদির পাশে গিয়ে শুয়ে পড়ে। আনন্দী ঘরে এসে তিতিরকে দেখে চিৎকার করে ওঠে। তিতির নিজের অসুস্থতার অজুহাতে আদিকে মিথ্যা গল্প শুনিয়ে বোঝায়। আদি আনন্দীকে জানায়, তিতিরের সঙ্গে খারাপ ব্যবহার না করতে। কিন্তু আনন্দী নিজের নির্দোষিতা প্রমাণ করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়। ঠাম্মির সাহায্যে আনন্দী সত্যি প্রকাশের সুযোগ খুঁজে পায়।
আরও পড়ুনঃ ডবল রোলের ধামাকা! জগতাত্রী নাকি দুর্গা কোন চরিত্রে দর্শকের চোখে কামাল করছেন অঙ্কিতা?
পরের দৃশ্যে দেখা যায়, আনন্দী আদির সামনে তিতিরের সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দেয়। একটি ভিডিও দেখিয়ে প্রমাণ করে, তিতির ইচ্ছাকৃতভাবে নিজের মাথা ফাটিয়ে দোষ আনন্দীর উপর চাপিয়েছে। ভিডিও দেখে তিতির হতচকিত হয়ে যায় এবং আদির পায়ে পড়ে ক্ষমা চায়। এবার অপেক্ষা, এই মজার মোড়ের পরে আগামী পর্বে গল্প কোন দিকে এগোয়।