জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi ) টিআরপি তালিকায় প্রতিনিয়ত ভালো ফলাফল করে চলেছে। আদি ও আনন্দীর জীবনের চমকপ্রদ মোড়, আর তিতির-নন্দিনীর ষড়যন্ত্রের গল্প দর্শকদের মন জয় করেছে। নতুন অধ্যায়ে, আদি-আনন্দীর সম্পর্ক মজবুত হলেও তিতির ও নন্দিনীর চক্রান্ত তাদের শান্তি নষ্ট করার চেষ্টা করছে। গত পর্বে আনন্দীর ধৈর্য আর আদির বুদ্ধিমত্তা দর্শকদের দারুণ উৎসাহিত করেছে। এবার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ।
গত পর্বে দেখা গিয়েছিল, সুমনাকে বাঁচানোর জন্য আদির সাহসিকতায় মুগ্ধ হয় আনন্দী। সে আদিকে আন্তরিক ধন্যবাদ জানায়। কিন্তু বাড়ি ফিরে আদি জানতে পারে তিতির আত্মহত্যার চেষ্টা করেছে। নার্সিংহোমে ছুটে যায় আদি, যদিও আনন্দী যেতে চাইলেও তাকে বারণ করা হয়। সেখানে ডাক্তারের থেকে আদি জানতে পারে তিতির আগের থেকে ভালো, তবে বিজয়া আর ঠাম্মির সন্দেহ তিতিরের আত্মহত্যার গল্পে। আনন্দীও নার্সিংহোমে ছুটে যায় তিতিরকে দেখতে।
আনন্দী আজকের পর্ব ২৬ ডিসেম্বর (Anondi Today Episode 26 December)
আজকের পর্বে দেখা যাবে, নার্সিংহোমে তিতিরের কেবিনের বাইরে আনন্দী দাঁড়িয়ে তিতির ও নন্দিনীর কথোপকথন শুনে ফেলে। তারা আদিকে ফাঁসানোর নতুন ষড়যন্ত্র করছে, যা শুনে আনন্দী হতবাক হয়ে যায়। এরপর আদি কেবিনে এসে আনন্দীকে দেখে অবাক হয়। আনন্দী তখন আদিকে রক্ষা করার জন্য মনস্থির করে। তিতিরকে যতই সাহায্য করতে চায় আনন্দী, তিতির ও নন্দিনী তাকে বারবার বাধা দিতে থাকে।
অন্যদিকে সুমনাকে হাতেনাতে ধরার জন্য তার স্বামী নার্সিংহোমে যেতে চায় না। তাকে সাহায্য করতে বিজয়া ও ঠাম্মি এগিয়ে আসে। এমন সময় ডাক্তারের পরামর্শে তিতিরের মানসিক অবস্থার উন্নতির জন্য তার এক ঘনিষ্ঠ বন্ধুর প্রয়োজন হয়। তিতির নিজের স্বার্থে আনন্দীকে দূরে সরিয়ে রাখতে চায়। তবে আনন্দী তিতিরের পরিকল্পনা ধরে ফেলে এবং আদির কাছে পুরো ঘটনা জানাতে দৃঢ়প্রতিজ্ঞ হয়।
আরও পড়ুনঃ পর্দায় মনের মানুষকে বিদায় জানিয়ে বাস্তবে বিয়ের প্রস্তুতিতে শ্বেতা! চরিত্র থেকে বিরতি নেবেন নায়িকা?
পরবর্তী পর্বে দেখা যাবে, আনন্দী কীভাবে তিতির-নন্দিনীর চক্রান্তের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করবে। আদির কাছে সত্যিটা প্রকাশ করার আগে তাকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অন্যদিকে, তিতির আর নন্দিনী কি তাদের ষড়যন্ত্রে সফল হবে, নাকি আনন্দীর উপস্থিত বুদ্ধি সবকিছু বদলে দেবে? দর্শকদের উত্তেজনা ধরে রাখতে ধারাবাহিকটি নতুন নতুন মোড় নিচ্ছে।