জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পর্দায় মনের মানুষকে বিদায় জানিয়ে বাস্তবে বিয়ের প্রস্তুতিতে শ্বেতা! চরিত্র থেকে বিরতি নেবেন নায়িকা?

জি বাংলার (zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘কোন গোপনে মন ভেসেছে’ ( Kon Gopone Mon Bhesechhe ) সম্প্রতি এক বছরের মাইলফলক অতিক্রম করেছে। দর্শকদের মন জয় করা এই সিরিয়াল শুরু থেকেই টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। শ্যামলী, অনন্যা ও অনিকেতের চরিত্র ঘিরে তৈরি হওয়া গল্প দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। বিশেষত, শ্যামলী কেন তার স্বামীর বিয়ে অনন্যার সঙ্গে দিল, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা জল্পনা।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সিরিয়ালের তিন প্রধান চরিত্র অনন্যা, শ্যামলী ও অনিকেত দর্শকদের কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, গল্পে যা ঘটেছে তা ভবিষ্যতের জন্যই ভালো। অনুরাগীদের উদ্দেশে তাঁদের পরামর্শ, গল্পের টুইস্ট এবং টার্নস উপভোগ করতে থাকুন কারণ সামনে অপেক্ষা করছে বড় চমক। সিরিয়ালের নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছেন, এমন একটি মোড় আসতে চলেছে যা দর্শকদের হতবাক করে দেবে।

Tollywood, Bengali serial, 'Kon gopone mon veseche', Sweta Bhattacharjee, Ronojoy Bishnu

এই সাক্ষাৎকারে অনিকেতের চরিত্রে অভিনয় করা রণজয় বিষ্ণু ( Ranojoy Bishnu) শ্যামলী চরিত্রে অভিনয় করা শ্বেতা ভট্টাচার্যের ( Sweta Bhattacharjee) প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, “বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই শ্বেতা যে ধারাবাহিক নায়িকার ভূমিকা পালন করে আসছে, তা সত্যিই প্রশংসনীয়। তার অভিনয় দক্ষতা এবং পরিশ্রম তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।”

অন্যদিকে, শ্বেতা ভট্টাচার্যকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন করা হয়। তাঁর আসন্ন বিয়ে নিয়ে জল্পনার মধ্যেই তিনি জানান, তাঁর বিয়ের প্রস্তুতি জোরকদমে চলছে। এর আগেও বহুবার তার বিয়ে নিয়ে অনেক রকমের খবর পেয়ে এসেছে দর্শক কিন্তু মাঝে অনেক বাঁধাও সৃষ্টি হয়েছিল কিন্তু এবার সবকিছু ঠিকঠাক এগোচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

‘কোন গোপনে মন ভেসেছে’-এর নির্মাতারা জানান, সিরিয়ালের গল্পে আগামী দিনে আরও জটিল পরিস্থিতি ও চমকপ্রদ মুহূর্ত আসবে। এটি শুধু দর্শকদের মনোরঞ্জনই করবে না, বরং নতুন ধারার গল্প উপহার দেবে। এক বছরের সাফল্যের সঙ্গে সিরিয়ালটি আরও বহুদিন দর্শকদের ভালোবাসায় এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।

Tolly Tales