জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এমন বোন হয়? রাইয়ের ঘর ভাঙলো নীলু, প্রতিশোধ নেবে এবার রাই, আসছে উত্তেজনায় ভরপুর পর্ব

ফের প্রকাশ্যে মিঠিঝোরা’র (Mithijhora) নতুন প্রোমো। জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকটি ইতিমধ্যেই শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়। প্রোমোর জন্য অপেক্ষায় করে থাকেন দর্শক। সদ্য প্রকাশ্যে এসেছে মিঠিঝোরার নয়া প্রোমো।

প্রকাশ্যে মিঠিঝোরা’র নতুন প্রোমো

সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যায়, অবশেষে রাই ও অনির্বাণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে সক্ষম হয়েছে অনির্বাণের আগের পক্ষের স্ত্রী। অনির্বাণ জোর করে রাইকে ডিভোর্স পেপারে সই করতে হবে। রাইও বাক্যব্যয় না করে সই করে দেয়। রাইকে অনির্বাণকে ভালো থাকতে বলে চলে যায়।

তারপরই পট বদল। এখনও বদলায়নি নীলু। রাইয়ের পিছনে হাত ধুয়ে পরে আছে সে। সেই অনির্বাণের প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে মিলে ডিভোর্স পাকা করেছে। নিজেদের জিনিয়াস বলেও দাবি করেছেন তারা। তবে এরপর আসে আসল চমক।

mithijhora

রেস্তোরাঁয় অন্য টেবিলে বসে রাই। বুঝতে পারে অনি ও তার মাঝে জোর করে ঢুকে পড়েছে অনির্বাণের প্রথম পক্ষের স্ত্রী। আর এসবের পিছনে মাথা লাগিয়েছে রাইয়ের বোন নীলু। ব্যস! শেষ হয়ে যায় ট্রেলার। যা দেখে মিশ্র প্রতিক্রিয়া দর্শকমহলে।

একজন লিখছেন, এদের ভুল বোঝাবুঝির শেষ নেই। অন্যজন লিখছেন, এবার জমে উঠবে গল্প। হাজার বাঁধা পেরিয়ে রাই ও অনি এক হওয়ার মুখে। এরপর কোনদিকে এগোবে ধারাবাহিকের গল্প বলবে সময়।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page