জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আমি একেবারেই পারফেক্ট মা ন‌ই, কিন্তু চেষ্টা করি সবসময় ওশের পাশে থাকতে, ওই আমার শক্তি! একা মায়ের লড়াইয়ের গল্প শোনালেন পিঙ্কি

বাংলা বিনোদন দুনিয়ায় কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), পিঙ্কি ব্যানার্জি (Pinky Banerjee) ও শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সম্পর্ক, এবং অশান্তির খবর প্রায় সবারই জানা। করোনা কালীন পরিস্থিতিতে টালমাটাল হয় এই তিনজনের জীবন। বিশেষ করে পিঙ্কির জীবন। নতুন নারীতে মেতে ওঠা কাঞ্চন মল্লিকের হয়ত বা স্বভাবজাত।‌ আর যে কারণেই স্ত্রী পুত্র সন্তানকে ছেড়ে শ্রীময়ী‌কে কাছে টেনে নেন কাঞ্চন।

তাদের অবৈধ সম্পর্ক প্রথমবার প্রকাশ্যে এনেছিলেন পিঙ্কি। যদিও সেই সময় পিঙ্কিকেই মিথ্যাবাদী প্রমাণ করতে উদ্যত হন কাঞ্চন- শ্রীময়ী। তাদের দাবি ছিল তাদের বন্ধুত্বের সম্পর্ককে কলুষিত করেছেন পিঙ্কি‌।
শ্রীময়ী বারবার দাবি করেছিলেন কাঞ্চন তার মেন্টর তার শিক্ষাগুরু খুব ভালো বন্ধু। বন্ধুত্ব আর শ্রদ্ধার বেশি তাদের মধ্যে নাকি আর কোনও সম্পর্কই নেই।

তবে বলাই বাহুল্য, তাদের সমস্ত কর্মকাণ্ডই ইঙ্গিত করেছিল তাদের প্রেমের সম্পর্ককে। আর সেটাই পরবর্তীতে বাস্তবায়িত হয়।‌ চলতি বছরেই চার হাত এক হয় কাঞ্চন-শ্রীময়ীর। শুধু কী তাই? চলতি বছরেই কন্যা সন্তানের জন্ম দেন শ্রীময়ী‌। এক পুত্র সন্তানের বাবা কাঞ্চনের নিজের তৃতীয় বিয়ে নিয়ে অতিরিক্ত আদেখলাপনা দেখে বেজায় ক্রুদ্ধ হয়েছিলেন নেটিজেনরা।

কিন্তু ওশকে নিয়ে আইনি লড়াই শেষে একাকী তাকে বড় করে তুলছেন পিঙ্কি। শুরু হয়েছে একা মায়ের লড়াই। তবে পিঙ্কির লড়াই অতটাও কঠিন নয় কারণ তার ছেলে ওর ভীষণ রকম সংবেদনশীল। এই ছোট্ট বয়সেই মায়ের লড়াইয়ের সঙ্গে সে অবগত। বাবা কি করেছে সেটাও সে জানে। ‌ অত্যন্ত বুদ্ধিদীপ্ত সে। যদিও নিজের কাছে নিজের আক্ষেপ রয়েছে পিঙ্কির।

pinky banerjee with her son

সোশ্যাল মিডিয়ায় পিঙ্কি লেখেন, “আমি পারফেক্ট মা নই, কিন্তু আমি সন্তানের জন্য সর্বদা উপস্থিত, আমি তাঁর সব প্রয়োজন মেটাই এবং চেষ্টা করি প্রতি মুহূর্তে”। কিন্তু হঠাৎ তার কেন এই ধরনের উপলব্ধি হয়েছে সেই বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page