জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi ) প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে। গল্পের নতুন নতুন মোড় দর্শকদের বেজায় আনন্দ দিচ্ছে। সম্প্রতি আদির জীবনে চলতে থাকা সংকট এবং আনন্দীর লড়াই ধারাবাহিকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। গতকালের পর্বে আনন্দী নার্সিংহোমে গিয়ে তিতিরের চক্রান্তের কথা জানতে পারে। কেবিনের আড়ালে দাঁড়িয়ে সে দেখে, তিতির এবং নন্দিনী মিলে আদিকে ফাঁসানোর নতুন ফন্দি আঁটছে। তিতির জানায়, সে সুইসাইডের নাটক করেছে। সবকিছু শুনে আনন্দী সিদ্ধান্ত নেয় যে যেকোনো মূল্যে আদিকে এই ষড়যন্ত্র থেকে বাঁচাবে।
আনন্দী আজকের পর্ব ২৭ ডিসেম্বর (Anondi Today Episode 27 December)
আজকের পর্বে দেখা যায়, তিতির নানা অজুহাতে আদিকে পিৎজা, ফুচকা খাওয়াতে চায়। আদির ইচ্ছা না থাকলেও তিতির ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে সব খাইয়ে দেয়। দূরে দাঁড়িয়ে আনন্দী এসব দেখতে পায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না। আনন্দীর অসহায়তা এবং রাগের ছবি দর্শকদের মন ছুঁয়ে যায়। অন্যদিকে, নন্দিনী এবং তিতির মিলে নতুন পরিকল্পনা তৈরি করে আদিকে তিতিরের জীবনে বেঁধে রাখার জন্য। তিতির স্পষ্ট করে জানায়, সে আদিকে ব্ল্যাকমেইল করার জন্য বেশ কিছু ফন্দি এঁটেছে।
এরপর দেখা যায়, তিতির ইচ্ছে করে আদিকে শাস্তি দেওয়ার জন্য বাড়িতে বিজয়াকে দিয়ে বিরিয়ানি রান্না করায়। পরিকল্পনা অনুযায়ী আদিকে জোর করে বিরিয়ানি খাওয়ায় তিতির। আদির প্রতি তিতিরের এই বাড়াবাড়ি মনোভাব দর্শকদের মনে সন্দেহের সঞ্চার করে। এদিকে আনন্দী সব দেখেও চুপ থাকে, কারণ তার হাতে তখনো প্রমাণ আসেনি। আনন্দীর এই সহনশীলতা দর্শকদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
অন্যদিকে, সুপায়ন টেস্টি টামির রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যায়। তার সন্দেহের তীর বিজয়ার রান্নাঘরের দিকে। রান্নাঘর থেকে সে একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে টেস্টি টামির লোগো আঁকা রয়েছে। সুপায়নের এই আবিষ্কার নতুন গল্পের মোড় আনতে চলেছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, সুপায়নের পরবর্তী পদক্ষেপ কী হবে।
আরও পড়ুন: হচ্ছেটা কী! ‘অনেক হয়েছে, এবার আর বিয়ে করব না’, তবে কি নীলাঞ্জনার সঙ্গে দাম্পত্য কলহে সিলমোহর দিলেন যীশু?
আগামী পর্বে গল্প কোনদিকে মোড় নেবে তা জানতে উৎসুক দর্শকেরা। তিতিরের ষড়যন্ত্র কি আদির জীবনে আরও বড় ঝড় আনবে? আনন্দী কি আদিকে তিতিরের ফাঁদ থেকে রক্ষা করতে পারবে? সুপায়নের টেস্টি টামি তদন্ত কি আদির জীবনে নতুন আলোর দিশা দেখাবে? সবকিছু জানতে নজর রাখতে হবে ‘আনন্দী’ ধারাবাহিকের পরবর্তী পর্বে।