জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আদির উপর নজর রাখতে সিনেমা হলে আনন্দী!রেস্টুরেন্টে সাহস দেখিয়ে মন জয় করল সে

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi ) দর্শকদের মনোরঞ্জন করতে একের পর এক নতুন চমক নিয়ে আসছে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ধারাবাহিকটি ভালো ফলাফল করছে। গল্পে নতুন মোড় এনে চরিত্রগুলোর জীবনকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। আদি ও আনন্দীর সম্পর্কের নতুন অধ্যায় এবং অন্যান্য চরিত্রের জটিলতা দর্শকদের বেশ আকৃষ্ট করছে।

গত পর্বে দেখা গেছে, আনন্দী বড়দিন উপলক্ষে নার্সিংহোমে গিয়ে তিতিরকে উপহার দিয়ে আসে। অন্যদিকে, তিতির আদিকে ডিনারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তবে আনন্দী তিতিরের পরিকল্পনা ভেস্তে দেয়, কারণ সে আগেই জানায় যে আদি আজ রাতে পরিবারের সঙ্গে ডিনারে যাবে। চৈতি ও অয়ন্তিকা নার্সিংহোমের কাজে ব্যস্ত থাকায় ডিনারে যোগ দিতে পারে না।

Zee Bangla, Anondi, Bengali Serial, Anondi Today Episode 3 January, Anondi Today Episode, জি বাংলা, বাংলা সিরিয়াল, আনন্দী, আনন্দী আজকের পর্ব ৩ জানুয়ারি, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ৪ জানুয়ারি (Anondi Today Episode 4 January)

আজকের পর্বে দেখা যায়, ডিনারে যেতে না পারায় তিতির নার্সিংহোমে বসে থাকে। এই ফাঁকে নন্দিনী তিতিরকে ভুল বোঝাতে চেষ্টা করে এবং আদির সঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা করে। অন্যদিকে, রেস্টুরেন্টে ঠাম্মি বিজয়া কাঁটা-ছুরি ব্যবহার করতে না পারায় কয়েকজন মেয়ে তাকে অপমান করে। আনন্দী তাদের যোগ্য জবাব দিয়ে পরিস্থিতি সামাল দেয়। আনন্দীর সাহসিকতা দেখে সকলেই তার প্রশংসা করে।

এদিকে, রেস্টুরেন্টে কিছু ছেলে সুমনা এবং তনুশ্রীকে বিরক্ত করতে শুরু করে। তারা বাথরুমে গেলে সেই ছেলেরা আরও সমস্যার সৃষ্টি করার চেষ্টা করে। ঠিক সেই সময় আদি এবং আনন্দী এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনাটি দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। অন্যদিকে, আনন্দীর দাদা রেস্টুরেন্টে কাজ করার নাটক করে আনন্দীর কাছ থেকে টাকা আদায় করে।

শেষে দেখা যায়, তিতির ও আদির সিনেমা দেখার পরিকল্পনা জানতে পেরে আনন্দী বিজয়াদের নিয়ে আগেই সেখানে উপস্থিত হয়। আদির উপর নজর রাখতে গিয়ে আনন্দী জটিল পরিস্থিতিতে জড়িয়ে পড়ে। আদি বুঝতে পারে যে আনন্দীর কারণে কিছু সমস্যা হতে পারে। আগামী পর্বে এই নাটকের পরিণতি কী হবে, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।