জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আনন্দীর উপহারে মুগ্ধ আদি, নতুন বছরে শুরু হচ্ছে প্রেমের পথচলা! জমজমাট পর্বে আসছে নতুন মোড়

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi ) আবারও টিআরপি তালিকায় সাড়া ফেলে দিয়েছে। প্রতিটি পর্বে নতুন চমক আর গল্পের টানটান উত্তেজনা দর্শকদের মুগ্ধ করছে। গত পর্বে আদির হাতে প্রথমবারের জন্য টেস্টি টামির চেক পেয়ে আনন্দীর মুখে ছিল তৃপ্তির হাসি। কিন্তু গল্পে আসে নতুন মোড়, যখন সুপায়ন আর চৈতি মিলে বাড়ির সবাইকে সত্যটা জানিয়ে দেওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে, তিতির তার ষড়যন্ত্রে নন্দিনীকে জড়িয়ে আদির ওপর প্রভাব ফেলার চেষ্টা চালায়। নন্দিনীও আদিকে বাইরে যাওয়ার জন্য রাজি করানোর পরিকল্পনা করে।

আনন্দী আজকের পর্ব ২ জানুয়ারি (Anondi Today Episode 2 January)

আজকের পর্বে দেখা যায়, প্রথমবার টাকা পেয়ে আনন্দী ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্টে জমা করে। কিন্তু তার দাদা লুকিয়ে আনন্দীর উপর নজর রেখে বাজে মতলব আঁটে। রাতের অন্ধকারে গায়ে চাদর মুড়ি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আনন্দী। তাকে খুঁজতে বেরোয় আদি। রাস্তার একটি স্যান্টাক্লজ সেজে বাচ্চাদের উপহার দিচ্ছিল আনন্দী, যা দেখে মুগ্ধ হয় আদি। আনন্দী তার উপার্জিত টাকায় উপহার কিনে বাচ্চাদের খুশি করছিল।

Anondi, Zee Bangla, Bengali Serial, আনন্দী, আনন্দী আজকের পর্ব, আনন্দী আজকের পর্ব ৩১ ডিসেম্বর, আনন্দী আজকের পর্ব ৩১ ডিসেম্বর, জি বাংলা, বাংলা সিরিয়াল

আনন্দীর এই মানবিক গুণ দেখে মুগ্ধ আদি নিজেও আনন্দীর কাছ থেকে উপহার চায়। আনন্দী বলে, তার ইচ্ছে বাড়ির সব বউরা মিলে একদিন কোনো ভয় ছাড়াই আনন্দ করবে। আদির কাছে এটাই উপহার চায় সে। আনন্দীর এই কথায় মুগ্ধ আদি তার ইচ্ছা পূরণের কথা ভাবে। বাড়ি ফিরে আদি সবাইকে বাইরে খেতে যাওয়ার প্রস্তাব দেয়।

তবে বাড়ির ছেলেরা আদির এই প্রস্তাবে প্রথমে একেবারেই রাজি হয় না। কিন্তু আনন্দী তার কথার মাধ্যমে সবাইকে বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে, চৈতি আর অয়ন্তিকাও নিজেদের মতন নতুন ষড়যন্ত্রে মেতে ওঠে। গল্পে যেন মোড় আসতে চলেছে, যেখানে আদির এই সিদ্ধান্ত সবার জীবনে নতুন বার্তা আনতে পারে।

পরবর্তী পর্বে কী চমক অপেক্ষা করছে, তা জানার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ‘আনন্দী’ ধারাবাহিকের এমন গল্পই প্রমাণ করে কেন এটি দর্শকদের এত প্রিয়।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।