জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দীর্ঘ প্রতীক্ষার অবসান! বড় পর্দা-ওয়েবের পর, আবার ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য! প্রত্যাবর্তন করছেন কোন চ্যানেলের হাত ধরে? আসছে কোন নতুন ধারাবাহিক?

ছোট পর্দা থেকে বড় পর্দা, এমনকি ওয়েব সিরিজেও একেবারে অবাধ যাতায়াত অপরাজিতার। যেকোনো চরিত্রে নিজেকে প্রমাণ করতে তার দক্ষতা সত্যিই অসাধারণ। ‘একান্নবর্তী’ হোক বা ‘মুখার্জিদার বউ’, অপরাজিতা সবসময়ই দর্শকদের মন জয় করেছেন। বিশেষ করে ছোট পর্দায় তার অভিনয় দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলে।

ছোট পর্দার দর্শকরা এখনও মনে রাখেন ‘জল নুপুর’ ধারাবাহিকের সেই মেয়ের চরিত্র, যেটি মানসিকভাবে অসুস্থ হলেও অপরাজিতা অভিনয়ের মাধ্যমে যতোটা প্রাণবন্ত করে তুলেছিলেন, তাতে চোখ আটকে যায়। শুধু তাই নয়, ‘বেলা শেষে’ এবং ‘চিনি’ সিনেমায়ও তিনি একেবারে ভিন্ন ধাঁচে নিজেকে উপস্থাপন করেছেন। এই সমস্ত কাজের জন্যই তিনি ছোটপর্দার নিয়মিত দর্শকদের কাছে চিরস্মরণীয়।

যদিও এখন অনেকদিন ধরেই তাকে ছোট পর্দায় দেখা যায়নি, এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জনপ্রিয় অভিনেতা সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে অপরাজিতা এবার জুটি বাঁধতে চলেছেন, তবে এটি কোনও ধারাবাহিক নয়। বরং, তাঁরা হাজির হচ্ছেন জনপ্রিয় রিয়ালিটি অনুষ্ঠান ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ পর্বে। এই অনুষ্ঠানটির সিজন ২ এখন চলছে, আর অক্টোবর মাসের মাসিক ফিনালে বিশেষ অতিথি হিসেবে অপরাজিতাকে দেখতে পাওয়া যাবে।

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মূল উদ্দেশ্য মহিলাদের স্বনির্ভর করে তোলা। প্রতিটি অংশগ্রহণকারী সেলিব্রিটি তাদের জেতা অর্থ আবার অনুষ্ঠানেই দান করেন, যা পরে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের হাতে পৌঁছে দেওয়া হয়। অভিনেত্রী সুদীপ্তার উদ্যোগে মাসিক ফিনালে এক লাখ টাকা করে লড়াকুম মা লক্ষ্মীদের হাতে তুলে দেওয়া হবে। এই মানবিক প্রচেষ্টা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।

অপরাজিতা নিজেও বহু অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন। বর্তমানে তিনি জি বাংলার রান্নাঘর অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন। সেই কারণে অন্য একটি অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হওয়া তার কাছে বিশেষ মুহূর্ত। ৩১ অক্টোবর সন্ধ্যেবেলা সান বাংলায় সম্প্রচারিত এই চূড়ান্ত পর্বে দর্শকরা তাকে উজ্জ্বল উপস্থিতিতে দেখবেন, আর সেই সঙ্গে সুদীপ্তার উদার উদ্যোগও সকলের হৃদয় স্পর্শ করবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page