জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গু’লিতে জখম পারুল! তীর হাতে মায়ের আগমনেই বদলে গেল দৃশ্য, মৃ’ত্যুপুরী থেকে মেয়েকে টেনে আনলেন তিনি! রায়ান পাগলপ্রায়, পারুল নিখোঁজ! জঙ্গলে র’ক্তের স্রোত— ‘পরিণীতা’-য় বাড়ছে উত্তেজনা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, রায়ান পারুলকে অনেক করে বোঝায় কিন্তু পারুল কিছুতেই বুঝতে রাজি না। রায়ান বলে, যে হারিয়ে যায় তাকে খোঁজা সম্ভব। কিন্তু যে নিজের থেকে হারিয়ে যেতে চায়, তাকে খুঁজে পাওয়া অসম্ভব। পারুল আর কারোর কথা না শুনে, একাই মকে খুঁজতে জঙ্গলে চলে যায়।

রায়নদের হঠাৎ পারুলের কথা মনে পড়তেই দেখে, সে বাড়িতে নেই! আতঙ্কে রায়ান পাগলামো শুরু করে। সে যেখানেই হোক পারুলকে ফিরিয়ে আনতে একাই যেতে চায় আর বলে, তার বিপদে পারুল সব সময় ঝাঁপিয়ে পড়েছে। আজকে পারুলের জন্য সে প্রাণ দিতেও রাজি। কিন্তু শিরীনের বাবা বলেন, বাঁচাতে গিয়ে যদি সে-ও বিপদে পড়ে যায় তখন কি হবে!

Zee Bangla serial Parineeta Today Episode Update 25 Oct

এদিকে পারুলও জঙ্গলে ঢুকতেই, শিরীনের মায়ের লোকেরা তার পিছু নেয়। শিরীনের মা বলেন আর অপেক্ষা না করে পারুলকে গু’লি মেরে দিতে। সেই মতো তারা পারুলের দিকে এগোতেই পারুল বুঝতে পারে পালাতে থাকে। একটা সময় তাদের মুখোমুখি হয়ে যায় পারুল! প্রথমে পারুলের হাতে গু’লি মেরে তাকে আহত করে পুরোপুরি প্রাণে মারতে যাবে, সেই সময় পারুলের মা তীর-ধনুক নিয়ে হাজির হন।

মহিলা সঙ্গীদের সাহায্যে একটার পর একটা লোককে তীরে বি’দ্ব করে মে’রে ফেলেন। আহত পারুলকে তিনি নিজেদের গ্রামে নিয়ে গিয়ে চিকিৎসা করতে থাকেন, অন্যান্যদের সাহায্য নিয়ে কিন্তু পারুলের জ্ঞান কিছুতেই ফেরে না আর এদিকে উনি ভাবতে থাকেন পারুলকে কেন এত আপন লাগছে তার! অন্যদিকে, পুলিশের সাহায্য নিয়ে রায়ানরা জঙ্গলে প্রবেশ করে।

রাতের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না আর রায়নেরও মাথার ঠিক নেই, শুধু খারাপ চিন্তা মাথায় আসছে তার। হঠাৎ সে লক্ষ্য করে, কিছু লোকের তীর বিদ্ব অবস্থায় মৃ’তদেহ পড়ে আছে! পারুলের কি অবস্থা ভেবে রায়ান আরও ভেঙে পড়ে। এদিকে পারুলের অবস্থা আশঙ্কাজনক, জরুরী ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন। সকালে রায়েন্দা খবর পায়, পশ্চিম দিকে আদিবাসীদের গ্রামে পারুল রয়েছে।

Piya Chanda