জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘পঁচিশ বছর ধরে অভিনয় করছি,এখন আমার মূল্যায়ন টিআরপি দিয়ে হবে?’, প্রশ্ন তুললেন অপরাজিতা আঢ্য!

গত মাসের 14 তারিখে শুরু হয়েছিল লক্ষ্মী কাকিমা সুপারস্টার। অপরাজিতা আঢ্য আবার ছোট পর্দায় ফিরেছেন এই সিরিয়ালের মধ্য দিয়ে।শুরু থেকেই একের পর এক টুইস্টে দর্শকের মন জয় করে নিয়েছে এই সিরিয়াল।

দীর্ঘ চার বছর পর এই ধারাবাহিকের মধ্যে দিয়েই কামনা করেছেন অপরাজিতা আঢ্য। আর তিনি এবার মুখ খুললেন টিআরপি রেটিং নিয়ে। বস্তুত এই টিআরপি হল এমন একটা জিনিস যার ভিত্তিতে কোন সিরিয়াল চলবে নাকি বন্ধ হবে সেটা ঠিক হয় টলিপাড়ায়।টিআরপি দীর্ঘদিন ধরে কম থাকার কারণে বহু সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে আবার অনেক সময় টিআরপি অনেক বেশি থাকার জন্য অনেক খাজা কনটেন্টও এখনো চলে যাচ্ছে।

এই প্রসঙ্গে অপরাজিতা আঢ্য কী বলছেন? অভিনেত্রীর মন্তব্য, ‘আমি ২৫ বছর ধরে অভিনয় করছি বা দেবশংকর হালদার ৩৫ বছর অভিনয় করছেন। আমাদের মূল্যায়ন নিশ্চই টিআরপি দিয়ে হবে না।’

টিআরপি নিয়ে ভিন্ন ধারার মত পোষণ করেন অপরাজিতা। তিনি জানাচ্ছেন যে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই সিরিয়াল নির্মাতারা কাহিনী বদলে দেন কিন্তু অনেক সময় আবার মূল ট্র্যাকে তারা ফিরে আসতে পারেন না। তবে তিনি জানালেন যে দর্শক কিন্তু তমসারেখা, এক আকাশের নীচে, গানের ওপারে, কুরুক্ষেত্রের মত সিরিয়াল দেখেছে। তাই মানুষ কোনটা গ্রহণ করবে সেটা মানুষের উপরেই ছেড়ে দেওয়া উচিত।

Piya Chanda