জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অপরাজিতা অপুতে বড় চমক! মিসেস গোমস হয়ে মুখার্জি বাড়িতে ফিরে এলো অপু,হাসির রোল নেটপাড়ায়

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো অপরাজিতা অপু। একজন সাধারণ মেয়ের স্ট্রাগল করে বিডিও হওয়ার কাহিনী এবং শ্বশুরবাড়ির সকলের মন জয়ের গল্প বলে অপরাজিতা অপু। কিন্তু বর্তমানে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে সিরিয়ালে। মারা গেছে অপরাজিতা অপু। কিন্তু তার দেহ উধাও হয়ে যায় হঠাৎ করে।

সেই এপিসোড দেখে নেটিজেনরা বলেছিলেন যে খুব শীঘ্রই অপু ফিরে আসবে অন্য রূপে। আর গতকালের এপিসোড দেখা গেল ঠিক তাই হয়েছে। মুখার্জি বাড়িতে নতুন রূপে ফিরে এসেছে অপু। এর আগেই দেখা দিয়েছিল যে অপু ছদ্মবেশ নেওয়ার জন্য তৈরি হচ্ছে। এই ভাবেই সে সানির মুখোশ খুলে দেবে।

গতকালের এপিসোড দেখা গেল যে মিসেস গোমস সেজে মুখার্জি বাড়িতে ফিরে এসেছে অপু।পুরো বয়স্ক লোক চোখে চশমা পরে সে এসেছে বাড়ির বাচ্চাদের পড়াতে।বাড়ির সকলকে ভাল রাখার কথা বলছে অপু এবং সকলেই তাকে মিসেস গোমস সাজে দেখে চিনতে পারেনি। তবে সানির কোথাও গিয়ে সন্দেহ শুরু হয়।

আর এই এপিসোড দেখেই হাসির বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন যে এটা কী ন্যাকামো হচ্ছে যে, অপুকে কি কেউ চিনতে পারছে না তার গলা শুনে? এমনকি অপুর নিজের দিদি ও বোনকে চিনতে পারছেনা নাকি? যদিও এর উত্তর কারোর কাছে নেই তবে এর পরবর্তীতে অপু কীভাবে সানিকে জব্দ করে সেটাই দেখার।

Piya Chanda

                 

You cannot copy content of this page