জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মোটা বলে কটাক্ষ নয়! বেবি ফ্যাট ঝরিয়ে এই ফিগারেই নতুন ফোটোশ্যুটে নজর কাড়লেন শুভশ্রী

সদ্য মা হয়েছেন। অন্তঃসত্বা হবার পর থেকেই একটু করে মোটা হতে শুরু করেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তবে তার পরেও স্বাস্থ্য ধরে রাখতে রীতিমতো শরীর চর্চা করেছেন তিনি অন্তঃসত্ত্বা হওয়ার আগে এবং পরে। পাল্টে যাওয়া চেনা লুক, শরীরে বাড়তি মেদ ও সঙ্গে সময় নিয়ে বড়ই সমস্যা, এগুলি সব মেয়েদের জীবনে আসে। তবে এগুলিকে ম্যানেজ করে নিজেকে সময় দেওয়াটাই আসল। এটাই প্রমান করলেন অভিনেত্রী শুভশ্রী।

এমনিতেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন তিনি। তবে মাঝখানে স্বাস্থ্য নিয়ে অনেকবার কটাক্ষ শুনছে হয়েছে রাজ চক্রবর্তীর এই স্ত্রীকে। এক রিয়ালিটি শো-এর বিচারকের ভুমিকাতে মা হওয়ার পর তাঁর প্রথম আত্মপ্রকাশ, সেখানের লুককে অস্ত্র করেই শরীরের মেদ ঘিরের নানান কুমন্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ট্রোলারদের সপাট জবাব দিতে এবার নয়া লুকে হাজির শুভশ্রী। বেশ কয়েকমাস আগে থেকেই শরীরের বাড়তি মেদ কমিয়ে ফেলে নেট দুনিয়ার নজরে আসেন শুভশ্রী। এবার বোল্ড ফোটোশ্যুটে তাক লাগালেন নায়িকা।

সবুজ রঙে শুভশ্রীকে দারুণ মানায়, এমনটা ছবি দেখেই প্রমাণিত। আর সব সমালোচকদের একই কথা অপূর্ব লাগছে নায়িকাকে। শুভশ্রীর এই লুক ঝড় তুলল এক কথায়। নায়িকা নিজের সোশ্যাল মিডিয়ায় এই ফটোশুটের ছবিগুলো শেয়ার করেছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page