জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘অত্যন্ত ন্যাকা! এবার থেকে ন্যাকামিটা একটু কম কর! মিঠিঝোড়া থেকে জোয়ার ভাঁটা সর্বত্র এক অভিনয়!’ সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে আরাত্রিকা মাইতি! জবাবে কী বললেন পর্দার ‘উজি’?

টেলিভিশনের পর্দায় ঝলমলে মুখ, দর্শকদের প্রিয় — অভিনেত্রী আরাত্রিকা মাইতি। খুব অল্প সময়েই বাংলা টেলিভিশনের চেনা নাম হয়ে উঠেছেন তিনি। ‘খেলনা বাড়ি’, ‘মিঠিঝোরা’-র পর এখন ‘জোয়ার ভাঁটা’-য় উজি চরিত্রে অভিনয় করছেন এই তরুণী। মাত্র কুড়ির কোঠায় পা দিয়েই দাপিয়ে কাজ করছেন পরপর হিট ধারাবাহিকে। সুচিত্রা সেনের সঙ্গে তাঁর মুখের মিল নিয়ে যেমন সোশ্যাল মিডিয়া সরগরম ছিল, তেমনি তাঁর অভিনয় নিয়েও চলছে তর্ক-বিতর্ক।

সম্প্রতি আরাত্রিকা নিজের নতুন লুকের কয়েকটি ছবি পোস্ট করেন ফেসবুকে — সাদা প্রিন্টেড নাইট স্যুটে হাসিমুখে একাধিক পোজে। তাতেই যেন আগুনে ঘি! এক নেটিজেন কমেন্ট করে লিখলেন, “নাটকে ন্যাকামিটা একটু কম করবে, তোমার জন্য সব প্ল্যান ভেস্তে যায়। রাই চরিত্রেও অতিরিক্ত ন্যাকামি করেছিলে, এখনো করছো।” এমন মন্তব্যে চুপ থাকেননি অভিনেত্রী। তিনি সরাসরি জবাব দেন, “আপনি নাম পালটে অন্যের বাড়িতে অন্য পরিচয়ে থাকুন তো! দেখি পারেন কিনা! প্র্যাক্টিক্যালি ভাবতে শিখুন।”

এই এক মন্তব্যেই নেট দুনিয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। কেউ বলছেন, আরাত্রিকা ঠিক বলেছেন — অভিনেতা-অভিনেত্রীরা চরিত্রে ডুবে কাজ করেন, সেটা বোঝা উচিত দর্শকদের। আবার কেউ বলছেন, এমন কড়া জবাব না দিলেও পারতেন তিনি। কিন্তু আরাত্রিকার ভক্তদের একাংশ তাঁর পাশে দাঁড়িয়ে বলেছেন, “তুমি, শ্রুতি আর অভিষেক — তোমরা তিনজনই দারুণ কাজ করছো। তোমার অভিনয় একটুও ন্যাকামি নয়।”

এদিকে ‘জোয়ার ভাঁটা’ এখন টিআরপি তালিকার শীর্ষে। ‘চিরসখা’-কে পিছনে ফেলে ৯টার স্লটে রাজ করছে এই সিরিয়াল। পর্দায় আরাত্রিকা ও শ্রুতির কেমিস্ট্রি যেমন জনপ্রিয়, তেমনি অফস্ক্রিন বন্ধুত্বও দর্শকদের নজর কেড়েছে। ফলে সমালোচনার মাঝেও জনপ্রিয়তার গ্রাফ নিচে নামেনি অভিনেত্রীর, বরং বেড়েছে আরও বেশি।

এখন শুধু ছোটপর্দায় নয়, বড়পর্দাতেও নিজের জায়গা তৈরি করছেন আরাত্রিকা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করছেন তিনি দিব্যজ্যোতি দত্তের বিপরীতে। সেখানে লক্ষ্মীপ্রিয়া চরিত্রে দেখা যাবে তাঁকে। টেলিভিশনের ‘উজি’ এবার রূপালি পর্দায়ও যে নিজের ছাপ ফেলতে চলেছেন, তা বলাই যায়!

Piya Chanda

                 

You cannot copy content of this page