বাংলা বিনোদনের ইতিহাসে যদি কোনও রিয়েলিটি শো বাঙালির আবেগের সাথে জড়িয়ে, তবে নিঃসন্দেহে তা হলো জি বাংলা ‘দাদাগিরি’ (Dadagiri)। শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, এই শো হয়ে উঠেছে বাঙালির আবেগের অংশ, মধ্যমণি ছিলেন বাঙালির প্রিয় দাদা—সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মাঠের ‘মহারাজ’ যখন থেকে সঞ্চালক হলেন, তখন থেকেই ‘দাদাগিরি’ যেন একটা উৎসব হয়ে উঠল বাঙালির কাছে। পর্দার হাসি, ঠাট্টা আর সুন্দর উপস্থাপনা করে সৌরভ হয়ে ওঠেন একেবারে ঘরের মানুষ।
তবে সময়ের সঙ্গে সবকিছুরই বদল আসে, শেষ হয়ে যায় অনেক সম্পর্কই। আর এবার সেই বদলের হাওয়া জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-র দিকেও। শোনা যাচ্ছে, আসন্ন দশম সিজন আর জি বাংলায় নয়, বরং স্টার জলসার পর্দায় দেখা যেতে পারে ‘দাদাগিরি’! তবে এখানে বড় চমক হল—এই শো নাকি আর আগের ‘দাদাগিরি’ নয়, বরং নতুন চমক নিয়ে হাজির হবে এক প্রশ্ন-উত্তর নির্ভর রিয়েলিটি শো। আর সঞ্চালক কে হবেন? আবারও সেই প্রিয় দাদা—সৌরভ গঙ্গোপাধ্যায়!

সঙ্গে থাকছে ‘বিগ বস বাংলা’-র একেবারে ঝাঁ-চকচকে নতুন সিজনও। তবে শোনা যাচ্ছে, স্টার জলসার সঙ্গে চার বছরের জন্য একটি বড়সড় চুক্তিতে স্বাক্ষর করেছেন সৌরভ, দুটি শোয়ের জন্য মোট ১২৫ কোটি টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কিন্তু এখানেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে দর্শকদের মনে, “এই নতুন শো কি আদৌ ‘দাদাগিরি’? নাকি সম্পূর্ণ আলাদা কোনও শো?” কারণ দীর্ঘদিনের প্রবল জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’ জি বাংলা হঠাৎ করে বন্ধ করবে? এ যেন ভাবনারও অতীত!
জি বাংলার নামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দাদাগিরির নাম, একপ্রকার ‘ব্র্যান্ড’ বলা চলে। তাকেই বন্ধ করে দেবে চ্যানেল সেটা একেবারেই অসম্ভব! তবে সৌরভ যদি সত্যিই সরে যান, তাহলে ‘দাদাগিরি’ কে সামলাবেন? ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তিন জনপ্রিয় তারকার নামও উঠে এসেছে সঞ্চালকের তালিকায়। তাঁরা হলেন —দেব, জিৎ এবং যিশু সেনগুপ্ত। দেবের জনপ্রিয়তা ও দর্শক টানার ক্ষমতা বলার অপেক্ষা রাখেনা, তবে বড় পর্দা নিয়ে ব্যস্ত তাই ছোট পর্দায় তেমন দেখা যায় না তাকে।
আরও পড়ুনঃ “বাথরুমের থেকেও ছোট ঘরে থেকেছি, একবেলা খাওয়ার খেয়ে দিন কাটাতাম।” — চরম অভাবের সেই দিন পেরিয়ে আজ সাফল্যের শিখরে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য! তার জীবনের গল্প চোখে জল আনবে
জিৎ অতীতে ‘ইস্মার্ট জোড়ি’র মতো শো সঞ্চালনা করেছেন, তাঁর অভিজ্ঞতা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে যিশু সেনগুপ্ত, যিনি ‘ডান্স বাংলা ডান্স’-এর মাধ্যমে অনেকদিন পর ছোট পর্দায় কামব্যাক করেছেন, তিনিও অভিজ্ঞতার দিক দিয়ে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। শেষমেশ প্রশ্ন একটাই—’দাদাগিরি’র নতুন অধ্যায়ে কে দাদার আসন নেবেন? স্টার জলসা বনাম জি বাংলা, এই যুদ্ধের মঞ্চে এবার জয় হবে কার? আপনারা কাকে দেখতে চান দাদার জায়গায়? দেব, জিৎ না যিশু? কার ‘দাদাগিরি’ দেখতে আপনাদের বেশি আগ্রহ?