জি বাংলার পর্দায় আসছে নতুন নায়িকা, সঙ্গে নিয়ে নতুন কাহিনি — “কুসুম”। ধারাবাহিকের ট্যাগলাইন শুনলে আপনাদেরও হয়ত সেই বাংলা টেলিভিশনের স্বর্ণযুগের কথা মনে পড়বে। যেখানে ‘বউ কথা কও’ থেকে শুরু করে ‘বরণ’ এর মতন ধারাবাহিক সামিল। ধারাবাহিকটির ট্যাগলাইন— “কুসুম পা রাখে যেখানে, লক্ষিশ্রী আসে সেখানে।” আগে থেকেই জি বাংলার এই ধারাবাহিক নিয়ে জোর চর্চা শুরু গিয়েছিল, এমনকি শুরুর আগেই নায়ক বদলের মতন ঘটনাও ঘটেছে। এবার সব উত্তেজনার অবসান ঘটিয়ে সামনে এলো ধারাবাহিকের প্রথম প্রোমো।
এদিন জি বাংলার তরফে প্রকাশিত প্রথম প্রোমোতে দেখা গেল, এই ধারাবাহিকের কেন্দ্র এক শক্তিশালী পরিবারের গল্প। যেখানে প্রতিটি সম্পর্কের টানাপোড়েন নেবে নতুন মোড়। গঙ্গোপাধ্যায় পরিবারের রাজত্ব ইন্দ্রানীর হাতে, সেই বাড়িতেই দেখা যাবে শৃঙ্খলা আর স্বাধীনতার সংঘাত। একদিকে একজন নিষ্ঠাবান ব্যবসায়ী, অন্যদিকে আদর্শ মা ইন্দ্রানী। আর সেই অদ্ভুত মেলবন্ধনের মাঝে হঠাৎই প্রবেশ প্রাণবন্ত কুসুমের, যার আগমনে বদলে যেতে শুরু করবে গোটা পরিবারটির জীবন।
গঙ্গোপাধ্যায় বাড়ির মালকিন ইন্দ্রানী, সাবেকি এবং দৃঢ় একটি চরিত্র। তাঁর কথাতেই চলে ব্যবসা থেকে সংসারের প্রতিটি খুঁটিনাটি। অন্যায় দেখলেই জ্বলে ওঠে তাঁর চোখে আগুন! নিজের হাতে দুষ্টের দমন করেন তিনি। অভিনেত্রী ‘অঞ্জনা বসু’র অভিনয়ে ইন্দ্রানী চরিত্রটি যেন আরও বেশি প্রাণ পেয়েছে। গল্পে ইন্দ্রানীর দুই ছেলে — বড়ো ছেলে আয়ুষ্মান, যে অত্যন্ত বাধ্য আর দায়িত্ববান। অন্যদিকে ছোট ছেলে ঈশান, উচ্ছৃঙ্খল এবং স্বাধীনচেতা স্বভাবের। এই দুই বিপরীত মেরুর ভাইদের জীবন কুসুমের আগমনে কোন পথে এগোবে, সেটাই দেখার।
আয়ুষ্মান এর চরিত্রে দেখা যাবে মিঠিঝোরার জনপ্রিয় অভিনেতা ‘সপ্তর্ষি রায়’কে। তাঁর শান্ত, সংযত ব্যক্তিত্ব এবং মায়ের প্রতি দায়িত্ববোধ ধারাবাহিকের গল্পে এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করবে। অন্যদিকে ছোট ভাই ঈশানের চরিত্রে থাকছেন ‘আর্য দাশগুপ্ত’, যায় রঙিন জীবন ও নিয়ম ভাঙ্গার মানসিকতা ধারাবাহিকে নতুন মোড় আনবে। এই দুই ভাইয়ের সম্পর্কেও কুসুমের সরলতা কেমন প্রভাব ফেলবে, সেটাই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ।
কুসুম চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ‘তানিষ্কা তিওয়ারি’, এর আগে শিশু শিল্পী হিসাবে কাজ করেছেন কিন্তু প্রধান ভুমিকায় অভিনয় এই প্রথম। কুসুম একেবারে প্রাণচঞ্চল, হাসিখুশি এক গ্রাম্য মেয়ের ছায়া হয়ে আসবেন এই বাড়িতে। ছোট ভাইয়ের সঙ্গে এক অজানা পরিচয়ে এসে কুসুম, গঙ্গোপাধ্যায় পরিবারের কাঠামোকে নতুন করে গড়ে তুলবে। তাঁর সরলতা আর মায়া ধীরে ধীরে সবাইকে আবদ্ধ করে ফেলবে। তবে কুসুমের আসল পরিচয় কী, সেটাই এখন বড় প্রশ্ন।
আরও পড়ুনঃ দাদাগিরি থাকছে নিজের জায়গাতেই! তবে বাদ পড়লেন দাদা! দাদার জায়গায় কে হচ্ছেন দাদাগিরির নতুন মুখ? নাম উঠে এলো তিন জনপ্রিয় তারকার!
সব মিলিয়ে “কুসুম” প্রতিশ্রুতি দিচ্ছে এক ভিন্ন স্বাদের প্রেম, পরিবার আর আত্মসম্মানের গল্পর। ত্রিকোণ প্রেমের আবহে তৈরি এই ধারাবাহিক শুধু ভালোবাসা নয়, দেখাবে সম্পর্কের টানাপোড়েন, ত্যাগ আর সংগ্রামের বাস্তব ছবি। জি বাংলার দর্শকদের জন্য এ এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে, ধারাবাহিকের সময় বা তারিখ কিছুই জানানো হয়নি কিন্তু দর্শকমহলে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে।